রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:০৭ am
নিজস্ব প্রতিকেদক, তানোর : রাজশাহীর তানোরের পাঁচন্দর ইউনিয়নের (ইউপি) সাহাপুর হঠাৎপাড়া গ্রামে সরকারী খাস জায়গা জবরদখল করে পাঁকা বাড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। জানা গেছে, উপজেলার সাহাপুর গ্রামের বাসিন্দা আজাদ আলীর পুত্র শামিম হোসেন (৩৫) গ্রামবাসীর বাধা উপেক্ষা ও লাঠির জোরে সরকারি খাস জায়গা জবরদখল করে পাকা বাড়ি নির্মাণ করছেন।
এছাড়াও প্রতিবেশীকে উচ্ছেদের জন্য জোরপুর্বক তার জায়গা দখল করেছেন।
গ্রামবাসী জানান, শামিমের চাচা তার প্রভাব বিস্তার করে শামিম গ্রামে ত্রাসের রাজত্ব কায়েম করেছেন। এর আগে সে অস্ত্র মামলায় কারাভোগ করেছেন। তাঁর এসব অপকর্মে কেউ কোনো প্রতিবাদ করতে সাহস পারছেন না। এতে তিনি বেপরোয়া হয়ে পড়েছেন। এসব ঘটনায় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।
এনিয়ে হাবিবুর রহমান বলেন, কোনো ভুমিহীন পরিবার সরকারি খাস জায়গায় বাড়ি করলে সেটা মেনে নেয়া যায়। কিন্ত্ত যে ব্যক্তি দৃস্টিনন্দন পাকা বাড়ি নির্মাণ করতে পারেন। সে কিভাবে সরকারি খাস জায়গা দখল করে নেন।
তিনি অবিলম্বে ওই সম্পত্তি উদ্ধার করে কোনো ভুমিহীন পরিবারকে দেবার দাবি জানিয়ে সংশ্লিষ্ট বিভাগের উর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
এবিষয়ে জানতে চাইলে শামিম হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ওখানে জমা-খাস দুটোই শ্রেণীর ভূমি আছে। এছাড়াও এক দিয়াড়া লোকের নামে পত্তন আছে।
এব্যাপারে মুন্ডুমালা ইউনিয়ন (ইউপি) ভুমি অফিসের কর্মকর্তা (তহসিলদার) রাবিউল ইসলাম বলেন, এবিষয়ে তারা কোনো অভিযোগ পাননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। আজকের তানোর