মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৬:৫০ pm
আশরাফুল ইসলাম রনজু, তনোর :
রাজশাহীর তানোরে মাদক সেবনের অপরাধে ৩ যুবককে ১ বছর করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুশান্ত কুমার মাহাতো ভ্রাম্যমান তাদের কারাদন্ডের আদেশ দেন।
এরা হলেন, তানোর পৌর এলাকার মুন্নাপাড়া গ্রামের আফজান হোসেনর ছেলে রাব্বি (২০), মোহর গ্রামের মৃত হান্নানের ছেলে আবুল হাসান (২৮) ও তানোর সদর পাড়ার রবিউল ইসলামের ছেলে রকি (২০)।
জানা গেছে, আজ (২১ জানুয়ারী) বৃহস্পতিবার সকালে তানোর উপজেলা পরিষদ ক্যাম্পাসের একটি পরিত্যক্ত ভাঙ্গা ঘরে ইয়াবা সেবন করেন তারা। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। পরে ইউএনওর ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে আদালত প্রত্যেকের ১ (এক) বছর করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
বৃস্পতিবার বিকেলে বিধি মোতাবেক পুলিশ স্কটের মাধ্যমে রাজশাহী জেলা কারাগারে পাঠানো হয়।