রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:১৯ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
নাচোলে ‘ফারিয়া’কে ড্রাগিস্ট এন্ড কেমিস্টের ৭ দিনের আল্টিমেটাম

নাচোলে ‘ফারিয়া’কে ড্রাগিস্ট এন্ড কেমিস্টের ৭ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক, নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ড্রাগিস্ট এন্ড কেমিস্টের জরুরি সভায় ‘নাচোল ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন’ (ফারিয়া) কোম্পানীকে ৭ দিনের আল্টিমেটাম বেধেঁ দেয়া হয়েছে। আজ (২৫ আগস্ট) বুধবার দুপুরে রাজপুদ নামক হোটেলে এক জুরুরি সভায় এ আল্টিমেটাম দেয়া হয়।

এতে বলা হয়, ফারিয়া কর্তৃপক্ষ ভুল স্বীকার না করা পর্যন্ত আগামী ১ সেপ্টেম্বর থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত তাদের অধিভুক্ত সদস্যদের কর্মরত কোম্পানীর কোন প্রডাক্টের অর্ডার দেয়া হবে না।

সংশ্লিষ্ট সূত্রে গেছে, ফারিয়া’র বর্তমান কমিটির কর্মকান্ডের বিভিন্ন বিষয়ে অসন্তুষ্ট হয়ে প্রতিকার চেয়ে ১৮ সদস্য স্বাক্ষরিত একটি আবেদনপত্র সভাপতি/সম্পাদক বরাবরে জমা দেন। কিন্ত বেশ কিছুদিন অতিবাহিত হলেও আবেদনের বিষয়ে সুরাহা না হওয়ায় ফারিয়া’র সদস্যগণ দ্বিধাবিভক্ত হয়ে পড়ে।

এঘটনায় ফারিয়া কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়ে জনৈক সদস্য দ্বারা কর্মরত কোম্পানীর ওষুধের অর্ডার কাটা বন্ধের জন্য নাচোল ড্রাগিস্ট এন্ড কেমিস্টের সভাপতি ও সম্পাদককে লিখিত ভাবে পত্র দেন।

কিন্তু একটি সুনামধণ্য ওষুধ কোম্পানীর প্রডাক্টের অর্ডার বন্ধ না করে উভয়পক্ষের মাঝে বিরাজমান সমস্যা সমাধানের লক্ষ্যে কেমিস্টের সভাপতি/সম্পাদকের উদ্যোগ নিতে চাইলে ফারিয়া কর্তৃপক্ষ তাতে সাই না দিয়ে ড্রাগিস্ট এন্ড কেমিস্টের সদস্যদের সাথে যোগাযোগ করে ওই কোম্পানীর ওষুধের অর্ডার কাটা বন্ধের জন্য বিভিন্ন ভাবে চাপ সৃষ্টি করতে থাকে।

এতে করে ড্রাগিস্ট এন্ড কেমিস্টের সভাপতি ও সম্পাদক ছাড়াও সদস্যগণ ক্ষুব্ধ হয় বলে জানা যায়। ফলে বুধবার দুপুরে এক জরুরি সভায় মিলিত হয়। সভায় ‘নাচোল ফার্মাসিউটিক্যাল রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন’ এর কর্মকান্ড নিয়ে বিস্তারিত আলোচনায় সদস্যগণ একমত হয় যে, ড্রাগিস্ট এন্ড কেমিস্টের কাঠামোর বাইরে গিয়ে ব্যক্তি স্বার্থ হাসিলের চেষ্টায় ফারিয়া কর্তৃপক্ষ শৃংখলা ভঙ্গ করেছেন।

আগামী ৭ দিনের মধ্যে তারা ভুল স্বীকার না পর্যন্ত তাদের অধিভুক্ত সদস্যদের কর্মরত কোম্পানীর কোন প্রডাক্টের অর্ডার দেয়া হবে না। কাজেই নাচোল ড্রাগিস্ট এন্ড কেমিস্ট কর্তৃপক্ষের নিকট ফারিয়া কর্তৃপক্ষ ভুল স্বীকার না করা পর্যন্ত তাদের অধিভুক্ত সদস্যদের কর্মরত কোম্পানীর সকল ধরণের প্রডাক্টের অর্ডার কাটা আগামী পহেলা সেপ্টেম্বর থেকে সাত সেপ্টেম্বর পর্যন্ত বন্ধ থাকবে।

এবিষয়ে ২৬ আগস্ট বৃহস্পতিবার নাচোল ফারিয়া কর্তৃপক্ষকে লিখিত পত্র প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে বলে জানানো হয়। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.