রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:২৫ am
নিজস্ব প্রতিবেদক, গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে তিনদিন ব্যাপি বাল্য বিবাহ রোধ ও জন্ম নিবন্ধন গুরুত্ব বিষয়ক স্থানীয় নেতৃবৃন্দর দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সি (জাইকা)’র আর্থিক সহযোগিতায় বুধবার সকাল ১০ টায় উপজেলা মিলনায়তনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানে আলমের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান সুফিয়া কাতুন মিলি।
বিশেষ অতিথি ছিলেন সহাকারী কমিশানার ভুমি তাছমিনা খাতুন, উপজেলা মহিলা কর্মকর্তা শারমিন শাপলা। কর্মশলাটি পরিচালনা করেন উপজেলা ডেভেলমেন্ট ফ্যাসিলেটেটর (ইউডিএফ) কর্মকর্তা শাহ মহম্মদ জাকীউল বারী।
এসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, বাল্য বিবাহ রোধে সবাইকে একসাথে সামাজিক আন্দোলন গড়ে তুলতে পারলেই বাল্য বিবাহ প্রতিরোধ করা সম্ভব। আজকের তানোর