শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০১:৪৬ am
নিজস্ব প্রতিবেদক, বাগমারা : রাজশাহীর বাগমারা উপজেলায় এক নারী ব্যাংক কর্মকর্তার গোসলের ভিডিও গোপনে ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় মুরাদ হোসেন (২১) নামে এক কলেজছাত্রকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার সকালে আসামি মুরাদকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এর আগে রোববার রাতে ওই নারীর স্বামী বাদী হয়ে থানায় পর্নোগ্রাফি আইনে দুই তরুণের নামে মামলা করেন। পরে রাতেই এ ঘটনায় জড়িত মুরাদ হোসেনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার মুরাদ হোসেন একই উপজেলার বাসিন্দা ও নাটোর নবাব সিরাজ-উদ-দৌলা কলেজের সম্মান শ্রেণির ছাত্র। ভুক্তভোগী ওই নারী ঢাকায় একটি বেসরকারি ব্যাংকে কাজ করেন বলে জানান বাঘমারা থানার ওসি মোস্তাক আহমেদ।
তিনি জানান, রোববার রাতেই অভিযান চালিয়ে ওই কলেজছাত্রকে গ্রেফতার করা হয়েছে। এ ঘটনায় জড়িত আরেক আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত ঈদুল আজহার ছুটিতে ওই নারী ব্যাংক কর্মকর্তা ঢাকা থেকে তার শ্বশুরবাড়ি বাগমারার বীরকুৎতা এলাকায় যান। আবদুল আলিম নামের এক তরুণ গোপনে ওই নারীর গোসলের ভিডিও মোবাইল ফোনে ধারণ করেন। পরে সেটি তিনি তার বন্ধু মুরাদ হোসেনকে দেন। মুরাদ ওই নারী ব্যাংক কর্মকর্তার কাছে ভিডিওটি পাঠিয়ে মোটা অঙ্কের টাকা দাবি করেন।
টাকা না দিলে তা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেওয়ার হুমকি দেন। পরে টাকা না পেয়ে মুরাদ হোসেন ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দেন। এ ঘটনায় ওই নারীর স্বামী বাদী হয়ে রোববার রাতে দুজনের নামে মামলা করেন। এর পর রাতেই পুলিশ মুরাদ হোসেনকে গ্রেফতার করে। আজকের তানোর