শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৪৬ am
ডেস্ক রির্পোট : বগুড়ার সারিয়াকান্দিতে করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ দেওয়ার জন্য যাবার পথে অটোভ্যান উল্টে হাফিজুর রহমান (৭০) নামে এক বীর মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। এ সময় চারজন নারী যাত্রী আহত হন।
তারা স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। সারিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাসেল মিয়া এর সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান বগুড়ার গাবতলী উপজেলার দূর্গাহাটা ইউনিয়নের বেতিয়ারকান্দি গ্রামের মৃত ইশরাক আলীর ছেলে। তার ছেলে একজন উপ-সচিব। বাড়ি গাবতলী উপজেলায় হলেও তিনি সীমান্ত সংলগ্ন সারিয়াকান্দি উপজেলায় মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনসহ সব কার্যক্রম করে থাকেন। তিনি করোনাভাইরাসের দ্বিতীয় ডোজ নেওয়ার জন্য সোমবার দুপুরে বাড়ি থেকে ব্যাটারিচালিত অটোরিকশাভ্যানে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাচ্ছিলেন।
পথিমধ্যে সারিয়াকান্দি উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের চরকাটাখালি এলাকায় ফিডার রোডে পৌঁছেলে সামনে চালক একটি মোটরসাইকেল দেখে জোরে ব্রেক করেন। এতে ভ্যানটি সড়কের উপর উল্টে গেলে ঘটনাস্থলেই মুক্তিযোদ্ধা হাফিজুর রহমান মারা যান। আহত হন টিকা নিতে আসা প্রতিবেশি ও ভ্যানের যাত্রী নাজিরা বেগম (৬০), রুনা আকতার (১৪), মৌসুমী খাতুন (২৪) ও মরিয়ম বেগম (৪৫)। তারা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে বাড়ি ফিরে গেছেন।
সারিয়াকান্দি থানার ওসি মিজানুর রহমান জানান, দাফনের আগে গার্ড অব অনার দেওয়ার জন্য সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সূত্র : যুগান্তর