শহিদুল ইসলাম, (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ২০২১/২০২২ অর্থবছরে নাচোল রাজস্ব খাতের অর্থায়নে এবং সিনিয়র উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ৮টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২১১ কেজি পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা ।
সোমবার ২৩ আগস্ট বেলা ১০ টায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাচোল পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামীম, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান ।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা আলী হোসেন শামীম জানান, ২০২১/২০২২ অর্থবছরে নাচোল উপজেলার আওতায় ৮টি প্রাতিষ্ঠানিক জলাশয়ে ২১১ কেজি বিভিন্ন প্রজাতির পোনামাছ অবমুক্তকরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
এরমধ্যে উপজেলা পরিষদ পুকুরে ৩৫কেজি, প্রাণিসম্পদ পুকুরে ১৫কেজি, উপজেলাভূমি অফিস পুকুরে ২৫কেজি, নাচোল থানা পুকুরে ২৫কেজি, নাচোল এতিমখানা পুকুরে ৩০কেজি, মুক্তাপুর হফিজিয়া মাদ্রাসা পুকুরে ৩০ কেজি, সোনামাসনা এতিমখানা পুকুরে ৩০ কেজি এবং নাচোল হাসপাতাল পুকুরে ২০কেজি পোনামাছ অবমুক্তকরণ করা হবে । আজকের তানোর