রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:০৩ am
নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার মধ্যে দূর্গম চকরাজাপুর ইউনিয়নের জলমগ্ন এক হাজার ৫০০ পরিবারকে খাবার দিলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। রোববার (২২ আগষ্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত পররাষ্ট্র প্রতিমন্ত্রীর পক্ষে আ.লীগের নেতাকর্মীরা এই খাবার বিতরণ করেন।
জানা যায়, পদ্মার মধ্যে চকরাজাপুর ইউনিয়নে জনসংখ্যা প্রায় ১৭ হাজার।
পরিবার রয়েছে সাড়ে ৩ হাজার। চরের প্রতিটি পরিবার বর্তমানে জলমগ্ন অবস্থায় রয়েছে। মানুষের দূর্দশা দেখে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম এমপি’র নিজস্ব অর্থায়নে রাজনৈতিক নেতার মাধ্যমে চকরাজাপুর, লক্ষীনগর, পূর্ব কালিদাসখালী, পলাশি ফতেপুর, ফতেপুর পলাশি, লক্ষীনগর, পূর্ব চকরাজাপুর, পশ্চিম চরকালিদাসখালী, পূর্ব চকরাজাপুর, দাদপুর, করারী নওশারা, জোতশী চর এলাকায় ১ হাজার ৫০০ পরিবারের মাঝে চাল, চিড়া, মুড়ি, বিস্কিট, চিনি, লবণ, দিয়াশালাই, মোমবাতি বিতরণ করা হয়েছে।
এদিকে সরকারিভাবে প্রথম ধাপে ২০ আগস্ট চরের চৌমাদিয়া, আতারপাড়া, দিয়াড়কাদিরপুর এলাকার ৫০০ পরিবারের মাঝে চাল, ডাল, আলু, লবণ, পেঁয়াজ, তেল বিতরণ করা হয়।
খাবার বিতরণের সময় উপস্থিত ছিলেন উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম বাবুল, যুগ্ম সম্পাদক সিরাজুল ইসলাম মন্টু, অধ্যক্ষ নছিম উদ্দিন, সদস্য মাসুদ রানা তিলু, চকরাজাপুর ইউনিয়ন চেয়ারম্যান আজিুল আযম, চকরাজাপুর ইউনিয়ন আ.লীগের সভাপতি বাবলু দেওয়ান, সাধারণ সম্পাদক আবদুস সালামসহ স্থানীয় আ.লীগের নেতাকর্মীরা। আজকের তানোর