রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪৪ am
নিজস্ব প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে। আজ (২২ আগস্ট) রোববার সকাল থেকে দুপুর পর্যন্ত সরকারি বিভিন্ন অফিস ও বাজারের গুরুত্বপূর্ণ স্থানে করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করেন তানোর পৌরসভার মেয়র ও পৌর আ’লীগের সংগ্রামী সভাপতি ইমরুল হক। এরআগে সকাল ১১টার দিকে তানোর পৌর কার্যালয়ে এ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন তিনি।
পরে মেয়র তানোর উপজেলা পরিষদ চেয়ারম্যান ও যুবলীগের সংগ্রামী সভাপতি লুৎফর হায়দার রশিদ ময়নার সরকারি বাসভবণে করোনা সুরক্ষা সামগ্রী প্রদান করে কুশল বিনিময় করেন তিনি। করোনা সুরক্ষা সামগ্রীর মধ্যে রয়েছে মাস্ক, হ্যান্ডস্যানিজেটর, সাবান ও কলম হ্যান্ডওয়াস।
মেয়রের ঘনিষ্ঠজনরা জানান, শুধু সরকারি অফিসে নয়, বেশ কয়েক দিন যাবৎ তানোর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের মসজিদের মুসল্লি ও মন্দিরে ছাড়াও ভ্যানচালক, অটোচালক, দিনমজুর ও হতদরিদ্র মানুষের মাঝে ৬ হাজার মাস্ক ১০ হাজার সাবানসহ করোনা সুরক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, তানোর পৌরসভার সহকারী প্রকৌশলী জাহাঙ্গীর আলম, প্যানেল মেয়র আরব আলী, কার্যসহকারী অহেদুজ্জামান বাবু, মাহাবুর রহমান, কাউন্সিলর ইনতাজ মোল্লা, তাসির উদ্দিন, রোকনুজ্জামান জনি, মোস্তাফিজুর রহমান বাবু, হাবিবুর রহমান, লিয়াকত আলী ও নারী কাউন্সিলর মোমেনা আহমেদ, গোলেহার নাজনীন ছাড়াও জুলেখা বেগম প্রমুখ।
এনিয়ে মেয়র ইমরুল হক বলেন, সৃষ্টিকর্তাকে স্বরণ করে করোনা ভাইরাসের থাবা থেকে পৌরবাসীকে নিরাপদ রাখতে সরকারের পক্ষ এই ক্ষুদ্র প্রয়াস। স্বাস্থ্যবিধি মেনে চলার পাশাপাশি পৌরবাসীকে করোনার টিকা ও মাস্ক ব্যাবহারের আহবান তিনি। আজকের তানোর