রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৮:০০ am
নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘা উপজেলার পদ্মার চরের মাঝে চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী গ্রাম রক্ষার জন্য জিও ব্যাগ ফেলা শুরু হয়েছে। এই ভাঙনে পানি উন্নয়ন বোর্ডের পক্ষে জিও ব্যাগ ফেলে গ্রাম রক্ষা করার চেষ্টা করা হচ্ছে। আজ (২১ আগস্ট) শনিবার সকাল থেকে এই জিও ব্যাগ ফেলার কাজ শুরু করা হয়েছে।
জানা যায়, পদ্মার পানি বাড়তে থাকায় উপজেলার চকরাজাপুর ইউনিয়নের কালিদাসখালী এলাকায় ভাঙনের তীব্রতাও বাড়তে শুরু করে। বিষয়টি চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ঘটনাস্থল দেখে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাধ্যমে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডকে অবগত করেন। পরে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে গ্রাম রক্ষা করার চেষ্টা করছে। এই ভাঙনে কালিদাসখালী গ্রামের বাসিন্দার মাঝে আতঙ্ক দেখা দিয়েছে।
ভাঙনকবলিত কালিদাসখালী গ্রাম ঘুরে দেখা গেছে, তীব্র স্রোতের কারণে গ্রাম এলাকা ভাঙছে। এই নাজুক পরিস্থিতিতে পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলা শুরু করেছে। চলতি মাসের প্রথম দিকে আকস্মিকভাবে পদ্মায় পানি বৃদ্ধি হতে শুরু করে। এক সপ্তাহে পানি বৃদ্ধির কারনে বিপদসীমার কাছাকাছি পৌঁছেছে। ফলে স্রোতের তীব্রতাও বাড়ছে।
চকরাজাপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজিজজুল আযম বলেন, পররাষ্ট্র প্রতিমন্ত্রীর মাধ্যমে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডকে অবগত করেন। পরে রাজশাহী পানি উন্নয়ন বোর্ড জিও ব্যাগ ফেলে গ্রাম রক্ষা করার চেষ্টা করছে। এই জিও ব্যাগ ফেলার জন্য ভাঙন অনেকটায় থেমে গেছে। আশা করছি এতে গ্রামটি রক্ষা পাবে।
এ বিষয়ে রাজশাহী পানি উন্নয়ন বোর্ডের প্রকৌশলী বিভাগের শাখা কর্মকর্তা মাহাবুব রাসেল বলেন। বাঘার পদ্মা নদীর কালিদাসখালী এলাকায় ভাঙনে ক্ষতিগ্রস্থ হচ্ছে। বালুর ভর্তি জিও ব্যাগ ফেলা হচ্ছে। ইতিমধ্যেই ৬ শতাধিক ব্যাগ ফেলা হয়েছে। এই ভাঙন প্রতিরোধে কাজ চলছে।
আজকের তানোর