শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দলীয় কার্যালয়ে ২০০৪ সালের ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউ চত্বরে তৎকালীন বিরাধীদলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাস্থলে বিএনপি-জামায়াত জোটের গ্রেনেড হামলায় আইভি রহমানসহ অন্যান্য নিহতদের স্মরণে দোয়া-মোনাজাত ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (২১আগস্ট) শনিবার সকাল ৯টায় দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলণ শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের।
উপজেলা অওয়ামী লীগের সদস্য রফিকুল ইসলামের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভায় অন্যান্যের মাঝে বক্তব্য দেন, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মশিউর রহমান বাবু, নাচোল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুস ছালাম, নেজামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম ও ফতেপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান।
এ সময় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদের বলেন, ২০০৪ সালের ২১ আগস্ট বিএনপি-জামাত জোট আওয়ামী লীগের ‘সন্ত্রাস- জঙ্গিবাদ দুর্নীতি বিরোধী’ সমাবেশে বর্বরোচিত গ্রেনেড হামলা করা হয় । এ হামলায় আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক ও প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী আইভি রহমানসহ ২৪ জন নিহত হন।
তিনি আরো বলেন, গ্রেনেড হামলার মত বর্বোরোচিত ঘটনাটি বাংলাদেশের জনগণ মানতে পারেনি। তাই এই ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন তিনি। আজকের তানোর