বুধবা, ০৯ অক্টোব ২০২৪, সময় : ০৯:৩৪ am
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীতে কবি শামীম হোসেনের স্বকণ্ঠে কবিতাপাঠ ও তার সঙ্গে আড্ডার আয়োজন করেছে বই বিপণন ও প্রকাশনা প্রতিষ্ঠান মাতৃভূমি। আজ বৃহস্পতিবার (২১ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় রাজশাহী নগরের কাজলায় মাতৃভূমি কার্যালয়ে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। বুধবার (২০ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন মাতৃভূমির প্রধান নির্বাহী অনুপম হীরা মণ্ডল।
তিনি জানান, কবি শামীম হোসেন সদ্য প্রকাশিত কবিতার বই ‘হিম যন্ত্রাংশ’ ও তার বিখ্যাত কাব্যগ্রন্থ ‘ধানের ধাত্রী’ থেকে স্বকণ্ঠে কবিতাপাঠ করবেন। আর আড্ডাটি তার সাহিত্যকর্মকে ঘিরেই অনুষ্ঠিত হবে। ওই অনুষ্ঠানে কাব্যপ্রেমীদের উপস্থিত থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
প্রসঙ্গত, কবি শামীম হোসেন দুই দশকের অধিক সময় আত্মমগ্ন রয়েছেন কবিতাধ্যানে। তার প্রকাশিত কবিতাগ্রন্থের সংখ্যা ৭। তিনি ২০১৫ সালে ‘ধানের ধাত্রী’ গ্রন্থের জন্য কালি ও কলম তরুণ কবি ও লেখক পুরস্কার ও ২০১৭ সালে ‘ডুমুরের আয়ু’ গ্রন্থের জন্য বিশাল বাংলা সাহিত্য পুরস্কার অর্জন করেন। আজকের তানোর