রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:১৭ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে আদিবাসী সম্প্রদায়ের গোরস্থান দখলে নিয়ে গাছের চারা রোপণ করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এঘটনায় গোরস্থান রক্ষার্থে গত (৮ আগস্ট) রোববার ওই আদিবাসী পল্লীর ১৫ জন নামধারী ব্যক্তি স্বাক্ষরিত একটি লিখিত অভিযোগ তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর দায়ের করা হয়েছে। ওই অভিযোগের সূত্র ধরে আজ (২০ আগস্ট) শুক্রবার সকালে ঘটনাস্থলে গিয়ে গোরস্থানে গাছের চারা রোপণের দৃশ্য দেখা গেছে।
অভিযোগ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার মুন্ডুমালা পৌর এলাকার জগদিশপুর গ্রামে ভুতকুড়ি নামক স্থানে আদিবাসী সম্প্রদায়ের লোকজন বৃটিশ আমল থেকে তাদের মৃত ব্যক্তিদের কবর দিয়ে আসছিলেন। ওই গোরস্থানে তাদের বাবা-মা, স্ত্রী, সন্তান ও পরিবার পরিজনকে কবর দেয়া রয়েছে। সম্প্রতি ওই একই গ্রামের মৃত জিয়ারত আলীর ছেলে বিএনপি নেতা রজব আলী (৪০) পেশিশক্তির বলে আদিবাসীদের ওই গোরস্থান জবর দখল করে বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছ রোপণ করছেন।
এনিয়ে ৬০ বছরের বৃদ্ধা আদিবাসী মনিকা মারডি, জারমান মুরমুর স্ত্রী আগসচিন ও পাউলুস দরদিসহ আরও অনেকে বলেন, স্বাধীনতার বহু আগে থেকে এই জায়গা আদিবাসী সম্প্রদায়ের গোরস্থান হিসেবে ব্যবহার হয়ে আসছে। এখানে আমাদের চৌদ্দ পিড়ির মৃতব্যক্তির কবর রয়েছে। কিন্তু প্রভাবশালী বিএনপি নেতা রজব আলী যেভাবে গাছ লাগিয়েছে তাতে করে আমাদের গ্রামের আদিবাসী সম্প্রদায়ের মানুষ মারা গেলে কবর দেওয়ার জায়গা থাকবে না। তারা অবিলম্বে ওই গোরস্থান উদ্ধারের জন্য সংশ্লিষ্ট প্রশাসনের জুরুরি হস্তক্ষেপ কামনা করেন।
আগসচিন আরও বলেন, তাদের গোরস্থান বেদখল হওয়ায় আদিবাসীপল্লীর জনগোষ্ঠী মাঝে চরম অসন্তোষ ও ক্ষোভ বিরাজ করছে। এঘটনায় যে কোন মুহুর্তে উভয়পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
তবে, আদিবাসীদের গোরস্থান দখল বিষয়ে বিএনপি নেতা রজব আলী জানান, তিনি আদিবাসীদের কোন গোরস্থান দখল করেননি। যেখানে তিনি গাছ রোপণ করেছেন ওই জায়গা ভূমি অফিস থেকে লীজ নেয়া আছে। এরপরও সম্প্রতি জায়গাটি এরফান নামের একব্যক্তির কাছ থেকে কিনে গাছ রোপণ করা হচ্ছে। তার নিচে আদিবাসীদের গোরস্থান। তবে, হঠাৎ করে গোরস্থানে গাছ রোপণ কেন প্রশ্ন করা হলে এড়িয়ে যান রজব আলী। এবিষয়ে তানোর সহকারি কমিশনার (ভূমি) স্বীকৃতি প্রামানিকের মোবাইলে একাধিকবার ফোন দেয়া হলেও রিসিভ হয়নি।
এব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পংকজ চন্দ্র দেবনাথ বলেন, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য এসিল্যান্ডকে নির্দেশ দেয়া হয়। পরে এসিল্যান্ড উভয়পক্ষকে নোটিশ দেন। কিন্ত নোটিশ করা হলেও আদিবাসীদের কেউ আসেনি বলে তিনি জেনেছেন। এরপরও বর্তমানে ঘটনাটি কি অবস্থায় রয়েছে খোঁজ নিয়ে ব্যবস্থা গ্রহণ করা বলে জানান ইউএনও। আজকের তানোর