শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৬:২৬ am
নিজস্ব প্রতিবেদক : মোহনপুরের জাহানাবাদ ইউনিয়নের মানিক ডাঙ্গা বিরহী গ্রামের ছুরিকাঘাতে এক বৃদ্ধ খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। গুরুতর আহতাবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বৃদ্ধের বড় ছেলে জুয়েল।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার বিরহী গ্রামের মানিকডাঙ্গা মোড়ে কীটনাশকের দোকান করেন এনামুল নামে এক ব্যবসায়ী। তার কাছ থেকে কীটনাশক কিনে পান বরজে প্রয়োগ করেন একই গ্রামের নিহত মোহাম্মদ আলী সিদ্দিকী (৬৯) এবং তার প্রতিবেশি রফিকুলের ছেলে মতিন (২০)।
এদের মধ্যে কীটনাশক প্রয়োগে মতিনের বরজ মরে যায়। বৃহস্পতিবার সন্ধ্যার দিকে মতিন কীটনাশক ব্যবসায়ী এনমুলের দোকানে গিয়ে গালমন্দ এবং শাসন গর্জন করছিল। এসময় মোহাম্মদ আলীও সেখানে উপস্থিত ছিলেন এবং মতিনকে বলছিলেন আরে বাপু ও-ই বিষ তো আমিও দিয়েছি কিন্তু আমার বরজ মরেনি। তোমার বরজে অন্য সমস্যা হতে পারে তখন মতিন বৃদ্ধা মোহাম্মদ আলীকে বলছিল বুড়ো তুই দালালি করছি দাঁড়া মজা দেখাচ্ছি। এরপর কয়েক মিনিটের ব্যবধানে বৃদ্ধ বাড়ি ফিরছিলেন। মতিন ফোনে তার তার বাবাকে ঘটনাস্থলে আসতে ডাকে এসময় দ্রুত চলে আসে তার বাবা। এবং বাবার হাত থেকে ছুরি নিয়ে মোহাম্মদ আলীকে কোপাতে থাকে। এসময় ডাক চিৎকারে মোহাম্মদ আলীর বড় ছেলে জুয়েল এগিয়ে আসলে মতিন ও তার বাবা রফিকুল মিলে নিহত মোহাম্মদ আলী এবং তার ছেলেকে ছুরিকাঘাত করে গুরুতর ভাবে আহত করে।
স্থানীয়রা ছুটে আসলে মতিন ও রফিকুল দৌড়ে পালিয়ে যান। স্থানীয়দের সহযোগিতায় মোহাম্মদ আলী এবং জুয়েলকে গুরুতর আহতাবস্থায় উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে মোহাম্মদ আলী মারা যান এবং তার ছেলে জুয়েলও মৃত্যু শয্যায়।
এ ব্যাপারে মোহনপুর থানার পরিদর্শক (তদন্ত) তৌহিদুর রহমান জানান, নিহতের খবর আমরা জানতে পেরেছি। অভিযোগ পাওয়া মাত্রই আমরা আসামী সনাক্ত করে আইনুগত ব্যবস্থা গ্রহণ করবো। আজকের তানোর