শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার ৪টি ইউনিয়নের ৪০ জন গ্রামপুলিশ সদস্যের মাঝে বাইসাইকেল ও পোশাকসহ প্রয়োজনীয় সরঞ্জামাদি বিতরণ করা হয়েছে।
আজ (১৯ আগস্ট) বৃহস্পতিবার বেলা সাড়ে ১০টায় উপজেলা পরিষদ চত্বরে এসব সামগ্রী তুলে দেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ও উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাবিহা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন, কসবা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান সাদির আহমেদ ভুলু, নাচোল সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম ও নিজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক।
স্থানীয় সরকার বিভাগের সহযোগিতায় প্রতিটি গ্রামপুলিশ সদস্যকে ১টি বাইসাইকেল, ১টি ফুল হাতা শার্ট, ১টি হাফ হাতা শার্ট ,ফুল প্যান্ট , কাপড়ের জুতা ও জ্যাকেট প্রদান করা হয় ।
ইউএনও সাবিহা সুলতানা জানান, আমাদের গ্রাম পুলিশ সদস্যরা তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় সরকারি-বেসরকারি সেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গ্রামে গ্রামে দায়িত্ব পালন করে থাকেন । তাদের চলাচল ও কাজের গতি বৃদ্ধি করতে উপজেলার ৪০ জন গ্রামপুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল ও পোশাকসহ বিভিন্ন সরঞ্জামাদি প্রদান করা হয়েছে । আজকের তানোর