রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৭:২৬ am
নিজস্ব প্রতিবেদক, বাঘা : রাজশাহীর বাঘায় ২০ কেজি গাঁজাসহ মা-ছেলেকে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। বুধবার (১৮ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার জোতশায়েস্তা গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- উপজেলার জোতশায়েস্তা গ্রামের রফিকুল ইসলামের স্ত্রী শাহানাজ বেগম (৪৫) ও তার ছেলে নয়ন ইসলাম (২০)।
বাঘা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাজ্জাদ হোসেন তাদের মা-ছেলের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, শাহানাজ বেগম ও তার ছেলে নয়ন নিজ বাড়িতে গাঁজা প্যাকেটজাত করে চালান করার প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় মা-ছেলেকে গ্রেফতার এবং তাদের কাছ থেকে ২০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
ওসি আরও জানান, বাঘার কুখ্যাত মাদক কারবারি রবি ভান্ডারি। মূলত রবি ভান্ডারির সহযোগিতায় মা-ছেলে দীর্ঘদিন ধরে বিভিন্ন স্থানে গাঁজা পাচার করে আসছিলেন। তারা এসব স্বীকার করেছেন। রবি ভান্ডারিকে গ্রেফতারের চেষ্টা চলছে।
দুপুরের দিকে আদালতের মাধ্যমে মা-ছেলেকে কারাগারে পাঠানো হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা। আজকের তানোর