সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৩:৪৬ am
ডেস্ক রির্পোট : উপমহাদেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হক অসুস্থ। গতকাল সোমবার বিকেলে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তাঁর ছেলে ইমতিয়াজ হাসান এ কথা জানিয়েছেন। গত এক মাস ধরেই হাসান আজিজুল হক ‘ভীষণ অসুস্থ’ বলে তিনি ওই ফেসবুক পোস্টে উল্লেখ করেছেন।
ফেসবুক স্ট্যাটাসে ইমতিয়াজ লিখেছেন, ‘আব্বা বয়সের ভারে শ্রবণশক্তি হারিয়েছেন অনেকটা, মনটা এলোমেলো হয়ে গিয়েছে একটু। গত এক মাস যাবৎ তিনি ভীষণ অসুস্থ। ছোট একটি শিশুর মতোই তাঁর পরিচর্যা করতে হয়। পরিবারের মানুষ আর গুটিকয়েক শুভানুধ্যায়ী ছাড়া আর কেউ সে কথা জানেন না। অনেকেই হয়তো মন চাইলেও তাঁর খবর নিতে পারেননি বা যোগাযোগ করতে পারছেন না। সে জন্যই এটুকু লেখা। আপনাদের দোয়ায় ও প্রার্থনায় তাঁকে রাখবেন।’
এ বিষয়ে জানতে আজ মঙ্গলবার বিকেলে যোগাযোগ করা হলে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ইমতিয়াজ হাসান বলেন, ‘ফেসবুকে যেরকম বর্ণনা দেখেছেন, সেটাই। বাবার তেমন কোন উন্নতি নেই। বাসাতেই চিকিৎসা নিচ্ছেন। ইলেকট্রোলাইট ইম্ব্যালেন্স উনার মূল সমস্যা। এ ছাড়া হার্টের সমস্যা আছে। পড়ে গিয়ে কোমরেও আঘাত পেয়েছেন। ডায়াবেটিস আছে, অনেক ওষুধ খেতে হয়। শারীরিক অবস্থা খারাপ। ছয়-সাতজন চিকিৎসক চিকিৎসা দিচ্ছেন।’
কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের জন্ম ১৯৩৯ সালের ২ ফেব্রুয়ারি। সে অনুযায়ী বয়স ৮২ পেরিয়েছে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৩১ বছর শিক্ষকতা করেছেন। ২০০৪ সালে অবসর নেওয়ার পর বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিক্ষকদের আবাসন এলাকা ‘বিহাস’-এ নিজ বাড়িতেই বসবাস করছেন।