রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৯:০৫ pm
নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে মারা গেছেন ১০ জন। এদের মধ্যে করোনায় ৪ এবং উপসর্গ নিয়ে ৫ ও ১ জন করোনা নেগেটিভ হওয়ার পর মারা যান।
মঙ্গলবার (১৭ আগস্ট) সকালে এ তথ্য নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।
জানা গেছে, গত ২৪ ঘণ্টায় করোনায় রাজশাহীর ৩ জন, চাঁপাইনবাবগঞ্জ, নাটোর ও পাবনার ২ জন করে এবং নওগাঁর ১ জন মারা গেছেন। রামেক হাসপাতালে করোনা ও উপসর্গ নিয়ে ৭৮তম দিনে মোট ১১৩২ জনের মৃত্যু হয়েছে।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় রামেক হাসপাতালের দুই ল্যাবে করোনা পরীক্ষা হয়েছে ৩৪৭ জনের আর করোনা শনাক্ত হয়েছে ৫৩ জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৫.২৭%।
এছাড়াও রামেক হাসপাতালে দফায় দফায় ওয়ার্ড ও শয্যা সংখ্যা বাড়ানোর পর বর্তমানে এখানে করোনা ইউনিটে ২০টি আইসিইউসহ শয্যা সংখ্যা রয়েছে ৫১৩টি। এর মধ্যে রোগী ভর্তি রয়েছে ২৮৯ জন আর গত ২৪ ঘণ্টায় ভর্তি হয়েছেন ২৫ জন। আজকের তানোর