রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:৩২ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার চিনাশো মহল্লায় অবস্থিত সরকারি এক খাসপুকুরে মাছ চুরি ঠেকাতে অবৈধ বিদ্যুতের পাতা ফাঁদে বিদ্যুতায়িত হয়ে মুস্তাকিম ইসলাম (৩৬) নামের এক পাহারাদারের মৃত্যু হয়েছে। নিহত মুস্তাকিন উপজেলার মুন্ডুুমালা পৌরসভার চিনাশো মহল্লার আসাদ আলীর ছেলে।
এঘটনায় আজ (১৬ আগস্ট) সোমবার সকালে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ স্কটের সংশ্লিষ্ট আদালতে পাঠানো হয়েছে। রোববার সন্ধ্যা ৭টার দিকে এই ঘটনা ঘটে। অপরদিকে, সোমবার সকালে তানোর থানা থেকে মুস্তাকিনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) মর্গে পাঠানো হয়।
এরআগে রোববার গভীর রাতে পুলিশ তার মৃতদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেন। এ ঘটনায় নিহতের পিতা আসাদ আলীর দায়ের করা মামলায় চিনাশো গ্রামের সরকারি লীজকৃত পুকুর মালিক মৃত তমিজ উদ্দিনের ছেলে জিয়াউর রহমান (৪০) ও তার চাচাতো ভাই মৃত সামসুদ্দিনের ছেলে ওয়ালিউদ্দিন ওরফে বাচ্চুকে (৩১) গ্রেপ্তার করে পুলিশ।
চিনাশো গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, ওই পুকুরে মাছ চুরি ঠেকাতে পার্শ্বে অবস্থিত বিএমডিএর গভীর নলকূপ (ডিপ) থেকে অবৈধ বিদ্যুৎ সংযোগ নেন লীজকৃত পুকুর মালিক জিয়া। এতে সহায়তা করেন বাচ্চু। নিহত মুস্তাকিম ওই পুকুরের পাহারাদার হিসেবে কাজ করতেন। রোববার রাতে ওই পুকুরে তাদের মাছ ধরার কথা ছিল। তাই মালিকের কথায় মুস্তাকিন সন্ধ্যার দিকে পুকুরে ফেলে রাখা বিভিন্ন আগাছা-বাঁশ পরিষ্কার করতে পানিতে নামেন। এসময় তিনি বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। এঅবস্থায় তাঁকে দ্রুত উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান জানান, খবর পেয়ে মরাদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক মর্গে পাঠানো হয়েছে। নিহতের বাবা আসাদ আলী বাদী হয়ে থানায় ৩০৪-(ক) ধারায় মামলা দায়ের করেন। ওই মামলার সূত্র ধরে জিয়া ও বাচ্চু নামের স্থানীয় দুজনকে গ্রেপ্তার করা হয়। আজ সোমবার সকালে আইনি প্রক্রিয়া শেষে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে। আজকের তানোর