শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় পৃথক কর্মসূচির মধ্য দিয়ে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান x আওয়ামী লীগের অঙ্গ সংগঠন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদাত বার্ষিকী পালন করেছেন ।
এ লক্ষ্যে রোববার ১৫ আগস্ট সকাল সাড়ে ৮ টায় উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদেরের নেতৃত্বে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ,বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান , উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ শেষে মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয় ।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল ওয়াহাব, আব্দুল হক, কসবা ইউনিয়ন আওয়ামীলীগের সেক্রেটারি ও চেয়ারম্যান আজিজুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি হারুন-অর-রশিদ, উপজেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি প্রভাষক মশিউর রহমান বাবু ।
এদিকে সকাল সাড়ে ৯ টায় উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানাা, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমানসহ সরকারী কর্মকর্তা বৃন্দ ।
অপরদিকে বেলা সাড়ে ১০টায় পৌর আওয়ামীলীগের উদ্যোগে দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে মাল্যদান ও মাগফেরাত কামনায় দোয়া করা হয়। এসময় উপস্থিত ছিলেন ,পৌর আওয়ামী লীগের সভাপতি ও মেয়র আব্দুর রশিদ ঝালুখান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আবুল হোসেন, আবু রেজা মোস্তফা কামালসহ অন্যরা ।
অপরদিকে বেলা সাড়ে ১১টায় পরিষদ হলরুমে পল্লী সঞ্চয় ব্যাংক নাচোল উপজেলা শাখার আয়োজনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে একটি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার সুলতানা পাপিয়ার নিকট।
এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম , সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মতিউর রহমান ,পল্লী সঞ্চয় ব্যাংকের নাচোল উপজেলা শাখার ব্যবস্থাপক হাবিবুর রহমান ।
এছাড়াও উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠান দিবসটি উপলক্ষে নিজ নিজ প্রতিষ্ঠানে পতাকা উত্তোলন ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে। আজকের তানোর