শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে বালক (অনূর্ধ্ব -১৭) ফাইনালে কসবা ইউনিয়ন দল চ্যাম্পিয়ন এবং নাচোল সদর ইউনিয়ন দল রানাসআপ হয়েছে।
শনিবার ১৪ আগস্ট সকাল সাড়ে ৯টায় নাচোল সরকারি কলেজ মাঠে উপজেলা প্রশাসনের আয়োজনে টুর্নামেন্ট খেলার উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা ।
এসময় উপস্থিত ছিলেন, নাচোল সরকারি কলেজের অধ্যক্ষ স.ম.আব্দুস সামাদ আজাদ, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম ,নাচোল পৌরমেয়র আব্দুর রশিদ ঝালুখান , কসবা ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান ,ফতেপুর ইউপি চেয়ারম্যান সাদির আহমেদ ভুলু, নাচোল সদর ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম, নাচোল থানার অফিসার ইনচার্জ সেলিম রেজা, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার দুলাল উদ্দিন খান ,উপজেলা ক্রীড়া সংস্থার সেক্রেটারি আব্দুর রশিদ রকেট ।
উপজেলা প্রশাসনের আয়োজনে ৪টি ইউনিয়ন ও ১টি পৌরসভাসহ মোট ৫টি দলের অংশগ্রহণে উদ্বোধনী খেলায় নাচোল পৌরসভা দল নিজামপুর ইউনিয়ন দলকে২-০ গোলে পরাজিত করেন।
এদিন বিকেল ৪টায় কসবা ইউনিয়ন দল বনাম নাচোল সদর ইউনিয়ন দল ফাইনাল খেলায় অংশগ্রহণ করেন এবং নির্দিষ্ট সময়ের মধ্যে কোন দল গোল দিতে না পারলে শেষে ট্রাইবেকারে কসবা ইউনিয়ন দল ২-১গোলে নাচোল সদর ইউনিয়ন দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন অর্জন করেন ।
এ খেলায় শ্রেষ্ঠ খেলোয়ার হিসেবে কসবা ইউনিয়ন দলের গোলকিপার শ্যামল হেমরম এবং শ্রেষ্ঠ গোল দাতা হিসেবে নাচোল ইউনিয়ন দলের আলবার্ট ট্রফি অর্জন করেন এবং ফেয়ারট্রফি হিসেবে নাচোল সদর ইউনিয়ন দলকে ট্রফি তুলে দেওয়া হয়। খেলা শেষে প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ও সভাপতি উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল এর মাঝে ট্রফি তুলে দেন । আজকের তানোর