রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৬:২৩ pm
নিজস্ব প্রতিবেদক : আগামী ১৫ আগস্ট জাতীয় শোক দিবসকে কেন্দ্র করে সরকারবিরোধী অপপ্রচার ও বিভিন্ন কর্মসূচী বানচালের উদ্দেশ্যে বিভিন্ন নাশকতামূলক কর্মকান্ডের পরিকল্পনা ছিল জামায়াত-শিবিরের। তারই অংশ হিসেবে রাজশাহী নগরীর বিভিন্ন স্থানে শোক দিবস উপলক্ষে অনুষ্ঠিত বিভিন্ন কর্মসূচি বানচালের উদ্দেশ্যে সংগঠনটি বিভিন্ন নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনা করেছিল।
গত বৃহস্পতিবার (১২ আগস্ট) দিবাগত রাত ৩টার দিকে নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ পশ্চিমপাড়া এলাকা থেকে গ্রেপ্তারকৃত শিবিরকর্মী বেলাল হোসেন চৌধুরী জীবন পুলিশকে এমনটাই তথ্য দিয়েছে বলে নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়। গ্রেপ্তারকৃত বেলাল রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ পশ্চিমপাড়া এলাকার মৃত আব্দুল করিমের ছেলে।
শুক্রবার (১৩ আগস্ট) বিকালে মহানগর পুলিশের মুখপাত্র গোলাম রুহুল কুদ্দুসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাজশাহী মহানগর এলাকাকে অপরাধ মুক্ত ও সকল প্রকার নাশকতামূলক কর্মকাণ্ড এবং সরকারবিরোধী অপপ্রচার নির্মুল করার লক্ষ্যে নগর পুলিশ কমিশনার মো. আবু কালাম সিদ্দিক নির্দেশে মহানগর এলাকায় অভিযান অব্যাহত রয়েছে।
সেই অভিযানের ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাত ৩ টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো. আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধায়নে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. আব্দুল্লাহ আল মাসুদের নেতৃত্বে মহানগর গোয়েন্দা পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে রাজপাড়া থানার নাশকতা মামলার আসামি ও শিবিরের সক্রিয় কর্মী বেলাল হোসেন চৌধুরী (২৪) গ্রেপ্তার করা হয়। পরে গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়। আজকের তানোর