মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৬:৩৯ pm
আশরাফুল ইসলাম রনজু, তানোর :
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগের দলীয় মেয়রপ্রার্থী আমির হোসেন আমীনের (নৌকা) বিরোধীতা করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে একই দলের পৌর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান মেয়রপদে নির্বাচন করছেন । এহেন পরিস্থিতিতে তাকে শতর্ক করা হয়। কিন্তু তিনি মনোনয়ন প্রত্যাহার করেন নি। এঅবস্থায় দলীয় গঠনতন্ত্র ভঙ্গের কারণে মুন্ডুমালা পৌর আওয়ামী লীগ তাকে বহিস্কার করেছেন।
আজ (২০ জানায়ারী) বুধবার বিকেলে বাংলাদেশ আওয়ামী লীগ তানোর উপজেলার মুন্ডুমালা পৌর শাখার দলীয় প্যাডে পৌর আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট গোলাম মোস্তফা ও যুগ্ন সাধারণ সম্পাদক ইব্রাহীম হাবিবুল্লাহ স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের আগামী ৩০ জানুয়ারী মুন্ডুমালা পৌরসভা নির্বাচন। আওয়ামী লীগের দলীয় মনোনীত মেয়রপ্রার্থী আমির হোসেন আমীনের (নৌকা) বিরোধীতা করে একই দলের সাংগঠনিক পদ নিয়ে বিদ্রোহী প্রার্থী হয়ে মেয়রপদে নির্বাচন করছেন সাইদুর রহমান।
যা বাংলাদেশ আওয়ামী লীগের সর্ম্পূণ গঠনতন্ত্র বিরোধী। সুতরাং আওয়ামী লীগের গঠন তন্ত্রের (প্রতিষ্ঠানিক শৃঙ্খলা) ৪৭ এর ১১ ধারা অনুযায়ী ও পৌর আওয়ামী লীগের ২০ জানুয়ারী ০১ নম্বর রেজুলেশন মোতাবেক সাইদুর রহমানকে ‘সাংগঠনিক সম্পাদক’ দলীয় পদ হতে তাকে বহিস্কার করা হইল। যা অবিলম্বে কার্যকর হইবে। আজকের তানোর