শনিবর, ২৮ িসেম্র ২০২৪, সময় : ০৮:৪৫ am

সংবাদ শিরোনাম ::
সংবিধানের ৭০ অনুচ্ছেদ নিয়ে বিএনপির দোনোমনা কেন : মহিউদ্দিন আহমদ জাতীয় নাগরিক কমিটি কোনো দল নয়, রাজনৈতিক শক্তি : সারজিস আলম মোহনপুরে পানবরজে দুর্বৃত্তের অগ্নিকাণ্ডে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি রাজধানীতে সবজিতে স্বস্তি ফিরলেও বাড়তি মুরগির দাম মোহনপুরে জাপা নেতা ডালিমের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কালকিনিতে আধিপত্য বিস্তারে দুইপক্ষের সংঘর্ষ, বাবা-ছেলেসহ নিহত ৩ জাতিকে বদলে দেয়ার জন্য মানুষের অন্তরে জায়গা চাই : জামায়াত আমির নিয়ামতপুরে উপজেলা প্রেসক্লাব নির্বাচনে সভাপতি তোফাজ্জল, সম্পাদক জনি সাংবাদিকদের চিকিৎসায় হাসপাতাল তৈরি করা হবে : পরিচালক আব্দুল্লাহ চিকিৎসাধীয় অবস্থায় মারা গেলেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিং রাজশাহীতে নতুন পুলিশ সুপারের সাথে সাংবাদিকবৃন্দের মতবিনিময় সভা ছয় মাসে ৯৯টি পল্লীবিদ্যুতে মিটার চুরি : জড়িত অফিসের জনবল ইমরান খানের স্ত্রী বুশরাকে জনগণের বিক্ষোভে অস্থায়ী জামিন বাংলাদেশ প্রিমিয়ার লিগে বরিশালে অধিনায়ক থাকছেন তামিমই ছোটপর্দার অভিনেত্রী অহনা রহমান ‘দয়া করে আমাকে ক্ষমা করে দেবেন’ গোদাগাড়ীতে ছাত্রনেতা টমাসের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ আল্লাহর আইন ও সৎ লোকের শাসন কায়েমে কাজ করে যাচ্ছে জামায়াতে ইসলামী যারা বিগত নির্বাচন বিতর্কিত করেছেন, তাঁদের ক্ষমা নেই : নির্বাচন কমিশন তানোরে ছেলেদের নামে জমি না দেবায় পিতা-মাতাকে মারপিট! হাসপাতালে ভর্তি নাচোলে পৌরসভার সাবেক প্যানেল মেয়র সড়ক দুর্ঘটনায় নিহত
বিভিন্ন জেলা উপজেলায় সমাজসেবা দিবস পালিত

বিভিন্ন জেলা উপজেলায় সমাজসেবা দিবস পালিত

আজকের তানোর ডেস্ক: ‘ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত সমাজ বির্নিমাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’ এই প্রতিপাদ্যে জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে বিভিন্ন জেলা উপজেলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বাঘা
বাঘা প্রতিনিধি জানান, ‘ক্ষুধা ও দরিদ্রমুক্ত সমাজ বিনির্মাণে, সেবা ও সুযোগ প্রান্তজনে’ প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সম্মেলন কক্ষে বাঘা উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিন রেজার সভাপতিত্বে ও বাঘা উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আব্দুল হান্নানের সঞ্চলনায় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ফিরোজ আহম্মেদ রনজু, বাঘা পল্লী সঞ্চয় ব্যাংক ম্যানেজার মনিরুল ইসলাম, বাঘা প্রেসক্লাব সভাপতি আব্দুল লতিফ মিঞা, সাধারণ সম্পাদক নুরুজ্জামান, জাতীয় সাংবাদিক সংস্থার বাঘা শাখার সাধারণ সম্পাদক লালন উদ্দীন, প্রতিবন্ধী সাইফুল ইসলাম প্রমুখ।

নওগাঁ
নওগাঁ প্রতিনিধি জানান, নওগাঁয় আলোচনা সভা ও সহায়ক উপকরন বিতরনের মধ্যদিয়ে জাতীয় সমাজসেবা দিবস ’২০২১ পালিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক উত্তম কুমার রায়। শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর এর আয়োজন করে। জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক নূর মোহাম্মাদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে জেলা সমাজসেবার সহকারী উপ-পরিচালক গওছল আজম, প্রতিবন্ধী সেবা বিষয়ক কর্মকর্তা হুমায়ন কবির, আল মাসুদ রানা প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রধান অতিথি ১০ জন প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার দিয়ে সহায়ক উপকরন বিতরন করেন।

পত্নীতলা
পত্নীতলা প্রতিনিধি জানান, নওগাঁর পত্নীতলায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পত্নীতলা উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়মে উপজেলা নির্বাহী কর্মকর্তা লিটন সরকারের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল গাফফার, ভাইস চেয়ারম্যান আব্দুল আহাদ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজাতুল কোবরা মুক্তা, বীর মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা সুলতান আহমেদ, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.এসএম খালিদ সাইফুল্লাহ্ প্রমুখ। সভা শেষে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়।

গোমস্তাপুর
গোমস্তাপুর প্রতিনিধি জানান, গোমস্তাপুরে সমাজসেবা দিবস উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মিজানুর রহমান এর সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম। বক্তব্য রাখেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মাহফুজা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা মাসুদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা আখতার আলী কচি খান। পরে ছয়জন অক্ষম প্রতিবন্ধীদের মাঝে ৬টি হুইল চেয়ার, একজন দৃষ্টিহীন প্রতিবন্ধীর মাঝে ১টি স্মার্ট সাদা ছড়ি ও একজন শ্রুতিহীনকে ১টি হেয়ার এইড ও ৩জন অসচ্ছল প্রতিবন্ধী মাঝে ভাতার বই বিতরণ করা হয়।

বদলগাছী
বদলগাছী প্রতিনিধি জানান, বদলগাছীতেও জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। সমাজসেবা অফিসার তারিকুল ইসলাম এর সঞ্চালনায় পরিষদের হল রুমে নির্বাহী অফিসার আবু তাহির এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান শামছুল আলম খাঁন। বিশেষ অতিথি ছিলেন, কোলা ইউপির ভারপাপ্ত চেয়ারম্যান শাহিনুর ইসলাম স্বপন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার জবির উদ্দিন প্রমূখ।

চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জ ব্যুরো জানায়, চাঁপাইনবাবগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস পালিত হয়েছে। প্রশাসন ও সমাজ সেবা দপ্তরের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক উম্মে কুলসুম এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক ওয়াহিদা খাতুন, চিকিৎসা সহায়তা কেন্দ্রের নির্বাহী পরিচালক আমিনুল ইসলাম, সমতা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক আকসানা খাতুন, দলিত জনগোষ্ঠির জেলা সাধারণ সম্পাদক দেব সাগর ঠাকুর, হিজরা জনগোষ্ঠির সদস্য সোহেল রানা, প্রতিবন্ধী সোহেল রানা প্রমুখ। শেষে ২জন উপকারভোগীকে ঋণ হিসেবে ৬০ হাজার টাকা ও অপর ২ জনকে ভাতা বই প্রদান করা হয়।

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.