শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ১২:২৮ pm
ক্রীড়া ডেস্ক : সূর্যের দেখা নেই সারা দিন। ফ্লাডলাইটের আলোয় খেলা শুরু হবে বেলা সাড়ে ১১টায়। পূর্বাভাসে আবার বৃষ্টিও ছিল। দিনটা বোলারদের হবে, এসব তারই ইঙ্গিত।
তামিম ইকবালেরও ভাগ্য ভালো। ওয়েস্ট ইন্ডিজকে এমন দিনেই টসে জিতে ব্যাটিং পাঠান তিনি। মোস্তাফিজুর রহমান শুরুতে সিম মুভমেন্ট পান। প্রথম স্পেলে শিকার করেন ২ উইকেট।
কথায় আছে না, যেখানে সিম ‘মুভ’ হয়, সেখানে স্পিনও হয়। সাকিব বোলিংয়ে এসে ঠিক তাই করেন। গতি কমিয়ে বল বাতাসে ভাসিয়েছেন। বাকিটা কাজটা করেছে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের উইকেট।
৭.২ বলে মাত্র ৮ রানে সাকিব নেন ৪ উইকেট—ওয়ানডেতে যা বাংলাদেশের হয়ে ইনিংসে সবচেয়ে কিপটে বোলিংয়ের রেকর্ড। ম্যাচ শেষে নিজের বোলিং নিয়ে তিনি বলছিলেন, ‘আমার নজর ছিল ঠিক জায়গায় বল করা। এরপর পিচ ও বলকে কাজ করতে দেওয়া, আর সেটাই হয়েছে।’ প্রথমআলো। আজকের তানোর