রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০২:৫০ am
শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে মুজিববর্ষ উপলক্ষে বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেসা অনুর্ধ-১৭ যুব ফুটবল ক্রীড়া প্রতিযোগিতার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ (১১ আগস্ট) মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় উপজেলা নির্বাহী অফিসারের অফিস কক্ষে নির্বাহী অফিসার ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি সাবিহা সুলতানার সভাপতিত্বে উপজেলায় ৪ ইউনিয়ন ও নাচোল পৌরসভা মিলিয়ে ৫টি দল নকআউট পদ্ধতিতে প্রতিযোগিতায় অংশ গ্রহণ করবে।
সভায় উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুর রশিদ (রকেট) জানান, আগামী ১৪ আগস্ট ৪টি দলের মধ্যে উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হবে। আগামী ১৬ আগস্ট জেলায় ফাইনাল খেলায় অংশগ্রহণ করার জন্য বাছাইকৃত একটি চুড়ান্ত দল জেলা পর্যায়ে খেলায় অংশ গ্রহণ করবে। খেলা পরিচালনা, সেরা খেলোয়াড় বাছাই, বিতর্ক এড়ানোর জন্য প্রতিযোগি ইউনিয়নের বাইরের রেফারী দিয়ে খেলা পরিচালনা করার সিদ্ধান্ত গৃহিত হয়েছে।
এসময় কসবা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, ফতেপুর ইউপি চেয়ারম্যান সাদির আহাম্মেদ ভুলু, নাচোল ইউপি চেয়ারম্যান আব্দুস ছালাম, নেজামপুর ইউপি চেয়ারম্যান আমিনুল হক, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য, উপজেলা প্রশাসনের কর্মকর্তা ও নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা চৌধুরী উপস্থিত ছিলেন। আজকের তানোর