শনিবর, ২১ েপ্টেম্বর ২০২৪, সময় : ০২:২৯ pm

সংবাদ শিরোনাম ::
দুদকের তালিকায় ১০০ ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন যারা আ.লীগ ১৪ দলীয় জোটের নেতা ও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ
ইউনিয়ন ও পৌরসভায় ১ দিন, নগরে ৬ দিন টিকা দেওয়া হবে

ইউনিয়ন ও পৌরসভায় ১ দিন, নগরে ৬ দিন টিকা দেওয়া হবে

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী জেলার ৭১টি ইউনিয়ন ও ১৪টি পৌরসভায় একদিন (৭ আগস্ট) করোনার টিকা দেওয়া হবে। রাজশাহী সিটি করপোরেশন এলাকায় ৬ দিন (৭-১২ আগস্ট) করোনার টিকা দেওয়া হবে। এসময় ইউনিয়ন, পৌরসভা ও রাসিক মিলে ২ লাখ ৩১ হাজারের বেশি মানুষকে এই টিকা দেওয়া হবে। শুধু ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে একদিনে ৮০ হাজারের বেশি মানুষকে টিকা দেয়া হবে। সেই অনুযায়ী স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবীদের প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।

উল্লেখ্য, এর আগে সিদ্ধান্ত ছিল ইউনিয়ন ও পৌরসভা পর্যায়ে তিনদিন টিকা প্রদান কার্যক্রম চলবে। কিন্তু তা কমিয়ে একদিন করা হয়েছে। এছাড়া করোনার টিকা প্রদানের লক্ষ্যে একটি ইউনিয়নে তিনটি ও পৌরসভায় একটি বুথ থাকবে।

অন্যদিকে, রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) নগরীর ৩০টি ওয়ার্ডে ৮৪টি কেন্দ্রে করোনা টিকা দেওয়া হবে। যা শনিবার (৭-১২ আগস্ট) থেকে বৃহস্পতিবার পর্যন্ত চলবে। তার ধারাবাহিকতায় ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে আগে থেকে টিকার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। সেখানে মানুষ টিকার রেজিস্ট্রেশন করছেন।

রাসিক বলছে, প্রতিটি বুথে প্রতিদিন ৩০০ জনকে করোনার টিকা দেওয়া হবে। সেই হিসেবে প্রতিদিন ৮৪টি বুথে টিকা পাবে ২৫ হাজার ২০০ মানুষ। আর ছয়দিনে টিকা পাবে ১ লাখ ৫১ হাজার ২০০ মানুষ। যদি টিকাগ্রহণের লাইনে বেশি মানুষ থাকে; তাহলে তাদেরও টিকা দেওয়া হবে।

সরকারি নির্দেশনা অনুযায়ী নগরে ৭ থেকে ১২ আগস্ট পর্যন্ত করোনার টিকাদান ক্যাম্পেইন অনুষ্ঠিত হবে। প্রতিটি কেন্দ্রে দুইজন টিকাদানকারী (স্বাস্থ্যকর্মী) ও তিনজন স্বেচ্ছাসেবী মিলে ৪২০ জন দায়িত্ব পালন করবেন। সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত প্রতিদিন ৩০০ জনকে মর্ডানার প্রথম ডোজ টিকা প্রদান করা হবে। টিকাদান কেন্দ্রে বয়োজ্যষ্ঠ, নারী ও প্রতিবন্ধীদের অগ্রাধিকার প্রদান করা হবে। এ লক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে রাসিক। টিকাদান কার্যক্রম সফল করতে মহানগরবাসীর সহযোগিতা কামনা করেছেন সিটি মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

রাসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম জানান, মহানগরীতে ৩০টি ওয়ার্ডে ৮৪টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। করোনার টিকাদান কর্মসূচি সফল করতে সার্বিক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। কেন্দ্রে প্রতিদিন সকাল ৯টা থেকে বেলা ৩টা পর্যন্ত টিকা দেওয়া হবে। 

সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী ১৮ বছর বয়সীদের পরিবর্ততে ২৫ বছর বা তার বেশি বয়সীদের টিকা প্রদান করা হবে।

টিকা নিতে জাতীয় পরিচয়পত্র সঙ্গে আনতে হবে। ক্যাম্পেইন চলাকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল কেন্দ্র (স্থান: টিচার্স ট্রেনিং কলেজ), পুলিশ হাসপাতাল কেন্দ্র, আইডি হাসপাতাল কেন্দ্র, সিএমএইচ রাজশাহী কেন্দ্রে টিকাদান কার্যক্রম অব্যাহত থাকবে।

পবা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রাবিয়া বসরী জানান, ইউনিয়ন পর্যায়ে তিনটি বুধ থাকবে। আর পৌরসভায় একটি বুথ থাকবে। সেখানে টিকা প্রদান করা হবে সকাল থেকে।

রাজশাহী সিভিল সার্জন কাইয়ুম তালুকদার জানান, ‘রাজশাহীর উপজেলাগুলোর ৭১টি ইউনিয়নে শুধু একদিন (৭ আগস্ট) করোনার টিকা দেওয়া হবে। যদিও তিনদিন করোনার টিকা দেওয়ার সিদ্ধান্ত ছিলো। সেটি পরিবর্তন হয়ে সারাদেশে একদিন নির্ধারণ করা হয়েছে। এসময় রাজশাহীর উপজেলারগুলোতে ৮০ হাজারের বেশি মানুষকে করোনার টিকা প্রদান করা হবে।’ আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.