রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:৪৭ am
শহিদুল ইসলাম, নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোলে অভিনব কায়দায় মিষ্টি কুমড়ার ভেতর অস্ত্র বেচাকেনার সময় একজনকে গ্রেপ্তার করেছে র্যাব। গ্রেপ্তার ব্যক্তির নাম মিলন আলী (৩২)। তিনি গোমস্তাপুর উপজেলার হুজরাপুর গ্রামের সলটেস আলীর ছেলে। আজ শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্প হতে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের একটি দল নাচোল-রাজবাড়ী সড়কের ঝিকড়া কাঁটাকুড়ি খাঁড়ির ওপর অভিযান চালায়। অভিযানে অস্ত্রসহ মিলন আলীকে গ্রেপ্তার করা হয়। অভিনব কায়দায় মিষ্টি কুমড়ার ভেতরে অস্ত্র বেচাকেনা চলছিল। মিষ্টি কুমড়ার ভেতর থেকে জব্দ করা হয় দুইটি বিদেশি পিস্তল, দুইটি ম্যাগজিন ও চার রাউন্ড গুলি।
এই ঘটনায় র্যাবের পক্ষ থেকে নাচোল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম রেজা জানান, অস্ত্র ব্যবসায়ীরা তাঁদের ব্যবসার ধরন বদলাচ্ছে। এরই ধারাবাহিকতায় মিষ্টি কুমড়ার ভেতর অস্ত্র রেখে তাঁরা ব্যবসা চালিয়ে আসছিল। তিনি আরও জানান, গ্রেপ্তার মিলন আলীকে আজ শুক্রবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আজকের তানোর