শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১০:০৬ pm

সংবাদ শিরোনাম ::
নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা
চাঁপাইয়ে বজ্রপাতে মৃত্যু : চুরি ঠেকাতে বাড়ির উঠানেই দাফন

চাঁপাইয়ে বজ্রপাতে মৃত্যু : চুরি ঠেকাতে বাড়ির উঠানেই দাফন

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ :  বিয়ের অনুষ্ঠানে যাওয়ার সময় বজ্রপাতে ১৭ জনের মৃত্যুর ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার একই পরিবারের নিহত ছয়জনের মরদেহ বাড়ির উঠানে দাফন করা হয়েছে। নিহতদের স্বজনরা রাতেই তাঁদের দাফন কাজ সম্পন্ন করেছে।

বজ্রপাতে নিহতরা হলেন, বরের বাবা চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের জনতার হাট গ্রামের শরিফুল ইসলাম (৪২), দুলাভাই সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নের গোঠাগ্রামের মো. সোহবুল (৩৫), ফুফু চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের জৈটকাপাড়া গ্রামের বেলিয়ারা বেগম (৩৪), ফুপা টিপু সুলতান (৪০), নানা নারায়ণপুর ইউনিয়নের মহারাজনগর ডাইলপাড়া গ্রামের মো. তোবজুল (৭০), নানি জমিলা বেগম (৬০), খালা ল্যাতন বেগম (৪৫), খালাতো ভাই মো. বাবলু (২২), মামা মো. সাইদুল (৪০), মামি টকিয়ারা বেগম (৩০), মামাতো ভাই মো. বাবু (১৫)। সূর্যনারায়ণপুর গ্রামের মো. কালুর ছেলে মো. আলম (৪৫), মো. মোস্তফার ছেলে মো. পাতু (৪০), বরের চাচাতো ভাই সূর্যনারায়ণপুর গ্রামের ধুলু মিয়ার ছেলে মো. সজীব (২২), মো. সাহালাল ওরফে বাবুর স্ত্রী মোছা মৌসুমি (২৫), সুন্দরপুর গ্রামের সেরাজুল ইসলামের ছেলে আসিকুল ইসলাম (২৪) ও ফেরিঘাটের লোক শিবগঞ্জ উপজেলার পাকা ইউনিয়নের দক্ষিণ পাকা গ্রামের মৃত সহবুলের ছেলে মো. রফিকুল (৬০)।

আজ বৃহস্পতিবার সকালে গিয়ে দেখা যায়, এক সঙ্গেই কবরগুলো প্রাচীর দিয়ে ঘেরার জন্য গর্ত করার হচ্ছিল। এ সময় কথা হয় মৃত তোবজুল হকের ভাই তাজেমুল হকের সঙ্গে। তিনি বলেন, তাঁর পরিবারের ৭ জন বজ্রপাতে মারা গেছে। তবজুল ইসলামের বাড়ির সামনেই নিহত ছয়জনের মরদেহ দাফন করা হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন ভাই তোবজুল হক (৭০), তাঁর স্ত্রী জামিলা বেগম (৬২), মেয়ে ল্যাচন (৪০) তাঁর ছেলে বাবুল (২০) সাদিকুল ইসলাম (৩৫), তাঁর স্ত্রী টকিয়ারা বেগম (৩২)। এ ছাড়া অন্যত্র দাফন করা হয়েছে নাতি বাবুলের মরদেহ। তবজুল ইসলামসহ তাঁর পরিবারের ছয়জন নিহত হওয়ায় বাড়িতে চলছে শোকের মাতম। তাজেমুল হক আরও জানান, গ্রামবাসীর সিদ্ধান্তে বুধবার রাতেই সবার মরদেহ দাফন করা হয়েছে বাড়ির উঠানেই।

এই বাড়িতে অবস্থানরত নিহত তবজুলের নাতনি সেলিনা খাতুন জানান, এঘটনায় তার স্বামী সইবুর, তাঁর পিতা শরিফুল ইসলাম পাতু, নানা-নানি, মামা-মামি ও খালাসহ ৭ জন এই মর্মান্তিক ঘটনার শিকার হয়েছেন। এখন তাঁর আশ্রয়স্থল না থাকায় তিনি পরিবারের জন্য সরকারি সহায়তা কামনা করেছেন।

বর আবদুল্লাহ আল মামুনের বাড়িতে গিয়েও দেখা গেছে একই চিত্র। তাঁর পিতা শরিফুল ইসলামের মরদেহ দাফন করা হয়েছে বাড়ির পেছনে সীমানা প্রাচীরে।

একই গ্রামের প্রতিবেশী রবিউল ইসলাম জানান, চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে অধিকাংশ মরদেহ গুলি চুরির ভয়ে বাড়ির আঙিনা অথবা উঠানেই দাফন করতে দেখা যায়। বজ্রপাতে নিহতদের কবর থেকে মরদেহ চুরির আতঙ্ক থেকেই বাড়ির উঠানে সবার এক সঙ্গে নিরাপদ স্থান দেখেই দাফন করা হয়েছে।

অপরদিকে একই ইউনিয়নের ডাইলপাড়া গ্রামে বর আল মামুনের বাড়িতে গিয়ে দেখা যায় সেখানেও চলছে শোকের মাতম। আল মামুন তার পিতাসহ ১৭ জন স্বজনকে হারিয়ে পাগলপ্রায়।

গতকাল বুধবার নৌকাযোগে সদর উপজেলার নারায়ণপুর থেকে বিয়ের অনুষ্ঠানে পার্শ্ববর্তী শিবগঞ্জ উপজেলার পাকা এলাকায় যাওয়ার সময় বজ্রপাতে ৫ জন মহিলাসহ ১৭ জনের মৃত্যু হয়। এদের সকলের বাড়ি সদর ও শিবগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামে।

চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ জানান, নিহত প্রত্যেকের পরিবারকে নগদ ২৫ হাজার করে টাকা দেওয়া হয়েছে। এ ছাড়া অসুস্থদের বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। প্রয়োজনে তাঁদেরও সহযোগিতা করা হবে। আজকের তানোর 

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.