শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১০:৫২ pm

সংবাদ শিরোনাম ::
আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল
৬০ দেশে এক কোটি ১০ লাখ টিকা পাঠিয়েছে আমেরিকা

৬০ দেশে এক কোটি ১০ লাখ টিকা পাঠিয়েছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ৬০টিরও বেশি দেশে এক কোটি ১০ লাখেরও বেশি করোনাভাইরাসের টিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় বাংলাদেশও রয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়েছে।

ঘোষণাটি এমন সময়ে দেওয়া হলো যখন ভাইরাসের ভারতীয় ধরন ‘ডেল্টা’র কারণে যুক্তরাষ্ট্রে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা পুরোপুরি টিকা নেওয়া ব্যক্তিদেরও অভ্যন্তরীণ পরিবেশে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।

বলা হচ্ছে,  জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্র হবে বিশ্বের টিকা ভাণ্ডার। বৈশ্বিক টিকা কার্যক্রম কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এক কোটি ১০ লাখ টিকা বিতরণ উল্লেখ করার মতো বিষয়। তবে তা বিশ্বের প্রয়োজনের ভগ্নাংশ মাত্র।

মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, আগস্টের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে পাঁচ লাখ ডোজ ফাইজার টিকা পাঠানো শুরু করবে। এটি ২০২২ সালের জুন মাস নাগাদ বিশ্বের ১১০টি নিম্ন আয়ের দেশে যুক্তরাষ্ট্রের টিকা সহায়তার প্রতিশ্রুতির অংশ।

ইতোমধ্যে বিতরণকৃত এক কোটি ১০ লাখ ডোজ যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনীহাসহ নানা কারণে উদ্বৃত্ত থাকা টিকা।

বলা হচ্ছে, জুনের শেষ নাগাদ বাইডেন ৮ লাখেরও বেশি টিকা বিভিন্ন দেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার পুরোটা সম্ভব হয়নি টিকা গ্রহিতা দেশগুলোর কৌশল ও নীতিগত নানা সমস্যার কারণে। তবে জুলাইয়ে টিকা পাঠানোর গতি বেশ বেড়ে যায়। এ সময় বাংলাদেশেও টিকা পাঠানো হয়।

পরিকল্পনা অনুযায়ী, বিশ্বের নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে সহায়তার লক্ষ্যে কোভ্যক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ টিকা পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের অংশীদার ও বন্ধু দেশগুলোকে সহায়তার মাত্রার সঙ্গে সঙ্গতি রেখে তা করা হয়।

হোয়াইট হাউস বলছে, টিকা দেওয়ার পরিবর্তে রাশিয়া বা চীনের মতো কিছু চাওয়া হয়নি। ওই দুটি দেশ তাদের নিজেদের উৎপাদিত টিকা দেওয়ার বদলে ভু-রাজনৈতিক সুবিধা চেয়েছে। সূত্র :বাংলাদেশ প্রতিদিন

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.