শুক্রবার, ২০ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৮:৫১ pm

সংবাদ শিরোনাম ::
দুদকের তালিকায় ১০০ ব্যক্তির সম্পদের পাহাড় গড়েছেন যারা আ.লীগ ১৪ দলীয় জোটের নেতা ও মন্ত্রী-এমপিদের বিরুদ্ধে ৭৫০ মামলা ঢাবিতে সব ধরনের রাজনীতি বন্ধের সিদ্ধান্ত নিখোঁজের সাতবছর পর ছেলেকে ফিরে পেলেন উচ্ছ্বসিত মা তানোরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত রাসিকের সাবেক কাউন্সিলর মনসুরের মুক্তির দাবিতে মানববন্ধন সেই রুবেল আরও ৭ দিনের রিমান্ডে সিলেবাস সংক্ষিতের দাবিতে রাজশাহীতে শিক্ষার্থীদের বিক্ষোভ শেষে সমাবেশ পবায় উপজেলা প্রশাসনে ও কাটাখালি পৌরসভায় ভোগান্তি চিত্র নায়িকা পরীমণি পালন করলেন ‘বিবাহ বিচ্ছেদ’ দিন এক দফা দাবিতে রাজশাহীতে নার্সদের মিছিল শেষে মানববন্ধন প্রিয় নবী মুহাম্মদ (সা.) বিশ্ববাসীর জন্য রহমত : দুধরচকী রাজশাহীতে শিক্ষকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন ডলার সংকটে বাংলাদেশকে সার দিচ্ছে না সরবরাহকারীরা যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে ড. ইউনূসের নাগরিক সংবর্ধনা বাতিল রাষ্ট্রপতির আদেশক্রমে বিচারিক ক্ষমতা পেলো সেনাবাহিনী আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করলেন রাজশাহী কলেজের অধ্যক্ষ বাগমারায় অধ্যক্ষ ও সভাপতির অনিয়মের প্রতিবাদে সংবাদ সম্মেলন রাজনৈতিক দল গঠনের বিষয়টি গুজব : আসিফ মাহমুদ একদিনের জন্য শ্রম ও কর্মসংস্থান উপদেষ্টা রাজশাহী আসছেন আজ
৬০ দেশে এক কোটি ১০ লাখ টিকা পাঠিয়েছে আমেরিকা

৬০ দেশে এক কোটি ১০ লাখ টিকা পাঠিয়েছে আমেরিকা

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বের ৬০টিরও বেশি দেশে এক কোটি ১০ লাখেরও বেশি করোনাভাইরাসের টিকা পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। এ তালিকায় বাংলাদেশও রয়েছে। মঙ্গলবার হোয়াইট হাউস থেকে এ তথ্য জানানো হয়েছে।

ঘোষণাটি এমন সময়ে দেওয়া হলো যখন ভাইরাসের ভারতীয় ধরন ‘ডেল্টা’র কারণে যুক্তরাষ্ট্রে সংক্রমণ বৃদ্ধি পাচ্ছে। গত সপ্তাহে দেশটির স্বাস্থ্য কর্মকর্তারা পুরোপুরি টিকা নেওয়া ব্যক্তিদেরও অভ্যন্তরীণ পরিবেশে মাস্ক পরার পরামর্শ দিয়েছেন।

বলা হচ্ছে,  জো বাইডেন প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাষ্ট্র হবে বিশ্বের টিকা ভাণ্ডার। বৈশ্বিক টিকা কার্যক্রম কোভ্যাক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের এক কোটি ১০ লাখ টিকা বিতরণ উল্লেখ করার মতো বিষয়। তবে তা বিশ্বের প্রয়োজনের ভগ্নাংশ মাত্র।

মঙ্গলবার হোয়াইট হাউসের এক বিবৃতিতে বলা হয়, আগস্টের শেষ দিক থেকে যুক্তরাষ্ট্র বিশ্বের বিভিন্ন দেশে পাঁচ লাখ ডোজ ফাইজার টিকা পাঠানো শুরু করবে। এটি ২০২২ সালের জুন মাস নাগাদ বিশ্বের ১১০টি নিম্ন আয়ের দেশে যুক্তরাষ্ট্রের টিকা সহায়তার প্রতিশ্রুতির অংশ।

ইতোমধ্যে বিতরণকৃত এক কোটি ১০ লাখ ডোজ যুক্তরাষ্ট্রের নাগরিকদের অনীহাসহ নানা কারণে উদ্বৃত্ত থাকা টিকা।

বলা হচ্ছে, জুনের শেষ নাগাদ বাইডেন ৮ লাখেরও বেশি টিকা বিভিন্ন দেশে পাঠানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন। তার পুরোটা সম্ভব হয়নি টিকা গ্রহিতা দেশগুলোর কৌশল ও নীতিগত নানা সমস্যার কারণে। তবে জুলাইয়ে টিকা পাঠানোর গতি বেশ বেড়ে যায়। এ সময় বাংলাদেশেও টিকা পাঠানো হয়।

পরিকল্পনা অনুযায়ী, বিশ্বের নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোকে সহায়তার লক্ষ্যে কোভ্যক্সের মাধ্যমে যুক্তরাষ্ট্রের ৭৫ শতাংশ টিকা পাঠানো হয়। যুক্তরাষ্ট্রের অংশীদার ও বন্ধু দেশগুলোকে সহায়তার মাত্রার সঙ্গে সঙ্গতি রেখে তা করা হয়।

হোয়াইট হাউস বলছে, টিকা দেওয়ার পরিবর্তে রাশিয়া বা চীনের মতো কিছু চাওয়া হয়নি। ওই দুটি দেশ তাদের নিজেদের উৎপাদিত টিকা দেওয়ার বদলে ভু-রাজনৈতিক সুবিধা চেয়েছে। সূত্র :বাংলাদেশ প্রতিদিন

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.