রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৪:৫২ pm
নিজস্ব প্রতিবেদক : পুলিশের রাজশাহী রেঞ্জের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) আবদুল বাতেন বলেছেন, তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীকে স্বাবলম্বী হতে হবে। তাদের কাজ করতে হবে। আর এজন্য পুলিশ তাদের সব ধরনের সহায়তা করতে প্রস্তুত আছে।
করোনাকালীন পরিস্থিতিতে রাজশাহী জেলা পুলিশের উদ্যোগে তৃতীয় লিঙ্গের ১২০ জনের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে রাজশাহী জেলা পুলিশ লাইন্সে এর আয়োজন করা হয়।
তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর উদ্দেশে ডিআইজি বলেন, আপনারা কাউকে বিরক্ত করবেন না। আপনাদের কেউ বিরক্ত করলে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করবেন। আপনারা শারীরিকভাবে অক্ষম নন, কাজ করবেন। কোনো প্রকার সহায়তা লাগলে আমরা সব সময় আপনাদের পাশে থাকব।
রাজশাহীর পুলিশ সুপার (এসপি) এবিএম মাসুদ হোসেন এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। এ সময় পুলিশের রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি জয়দেব কুমার ভদ্র, টিএম মোজাহিদুল ইসলাম, এসপি আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান পরিচালনা করেন জেলা পুলিশের মুখপাত্র ও অতিরিক্ত পুলিশ সুপার ইফতেখায়ের আলম। অনুষ্ঠানে ত্রাণ দেওয়ার পর তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর সদস্যদের পুলিশের দুটি গাড়িতে করে পৌঁছে দেওয়া হয়। আজকের তানোর