শহিদুল ইসলাম (নিজস্ব প্রতিবেদক) নাচোল : চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় ইউনিয়ন পর্যায়ে ৭আগস্ট থেকে শুরু হওয়া করোনার ভ্যাকসিন টিকাদান কর্মসূচি বাস্তবায়ন উপলক্ষে এক প্রস্তুতি মিটিং অনুষ্ঠিত হয়েছে ।
বুধবার ৪ আগষ্ট বেলা সাড়ে ১০ টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা’র সভাপতিত্বে উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান, ৪ ইউপি চেয়ারম্যান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়া এবং করোনা প্রতিরোধ কমিটির সদস্যদের অংশগ্রহণে টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে এ মিটিং অনুষ্ঠিত হয়েছে ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সুলতানা পাপিয়া জানান, ৭ আগস্ট থেকে সারাদেশের ইউনিয়ন পর্যায়ে জাতীয় পরিচয় পত্র (এনআইডি) কার্ড দেখিয়ে করোনার টিকা নেওয়া যাবে এরই অংশ হিসেবে নাচোল উপজেলার ৪টি ইউনিয়নের কমিউনিটি ক্লিনিক, ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে টিকাদান কেন্দ্র পরিচালনা করা হবে । ইতোমধ্যে ভ্যাকসিনেটরদের ট্রেনিং দেওয়া হয়েছে। ইউনিয়ন পর্যায়ে চীনের তৈরি সিনোফার্মের টিকা দেওয়া হবে ।
নাচোল ইউনিয়নে ৭ আগস্ট থেকে ১০ আগস্ট পর্যন্ত ৩দিন সাবেক ৩ নং ওয়াড (৩,৪,৫ )নং ওয়ার্ডে । নিজামপুর ইউনিয়নে ৭আগষ্ট থেকে ১০আগস্ট পর্যন্ত ৩দিন সাবেক ৩নং ওয়ার্ডের (৭,৮,৯) নং ওয়ার্ডে করোনার টিকা দেয়া হবে। কসবা ইউনিয়নে ৮আগষ্ট থেকে ১১আগস্ট পর্যন্ত সাবেক ২নং ওয়ার্ডের (১,৫,৬) নং ওয়ার্ডে এবং ফতেপুর ইউনিয়নে ৮ আগস্ট থেকে ১১ আগস্ট পর্যন্ত সাবেক ২নং ওয়ার্ডের ৪,৫,৬) নং ওয়ার্ডে টিকা দেওয়া হবে এবং নাচোল পৌরসভা মানুষের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে টিকা দেওয়া অব্যাহত রয়েছে।
৪টি ইউনিয়নের প্রতিটি ইউনিয়নে ৩টি করে ৩দিন টিকাদান কর্মসূচির ক্যাম্প পরিচালনার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ও উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা জানান, সরকারের নির্দেশনা অনুযায়ী ইউনিয়ন পর্যায়ে জাতীয় পরিচয় পত্র (এনআইডি) কার্ড দেখিয়ে করোনার ভ্যাকসিন টিকাদান কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে সংশ্লিষ্ট করণা প্রতিরোধ কমিটির সদস্য, স্বেচ্ছাসেবক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা-কর্মচারী, ইউপি চেয়ারম্যান, ওয়ার্ড সদস্য, গ্রাম পুলিশ এবং নাচোল থানা পুলিশের সার্বিক সহযোগিতা কামনা করা হয়েছে। আজকের তানোর