শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ১১:৪৫ pm
আশরাফুল ইসলাম রনজু, তানোর :
রাজশাহীর তানোরে সরকারি জায়গায় ওয়ার্কার্স পার্টির নামে সাইনবোর্ড ঝুলিয়ে ঘর নির্মাণ করা হয়েছে। সম্প্রতি রোববার দুপুরে উপজেলার তালন্দ ইউপির দেবিপুর মোড় নামকস্থানে বাঁশ ও টিন দিয়ে এই ঘর নির্মাণ করা হয়।
পরে সেখানে পার্টির সাইনবোর্ড ঝুলিয়ে ভূরিভোজ করা হয়। এঘটনায় ওই এলাকায় দুটি গ্রুপের মধ্যে চরম উত্তজনা বিরাজ করছে। এঅবস্থায় স্থানীয় প্রশাসনের হস্তক্ষেপে ঘরটি উচ্ছেদ করা না হলে যে কোন মুহুর্তে দুটি গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করছেন এলাকাবাসী।
তবে, এঘটনায় ওই খাস জায়গার পার্শ্ববর্তী জমির ব্যক্তি মালিক খোদা বক্স মন্ডল বাদী হয়ে রোববার উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও), তানোর সহকারী কমিশনার (ভূমি) ও থানার ওসি বরাবর পৃথক লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার তালন্দ ইউনিয়ন পরিষদ সংলগ্ন পশ্চিম পার্শ্বের জমির মালিক খোদা বক্স মন্ডল। তিনি দীর্ঘদিন ধরে তার জমির সামনের রাস্তার ধারে সরকারি জায়গায় মাটি ভরাট করে চাষাবাদ করছেন।
কিন্তু এঅবস্থায় গত ২০ জুলাই উপজেলার তালন্দ ইউপি এলাকার দেবিপুর গ্রামের মৃত ইয়াসিন আলীর ছেলে মনির উদ্দীন (৩৫), একই গ্রামের মৃত আব্দুলের ছেলে রহেদ আলী (৪০) ছাড়াও বেশ কয়েকজন বখাটে যাত্রী ছাউনি ঘেষে পেছনের জায়গা জবর-দখল করে বাঁশ দিয়ে ঘর নির্মাণ শুরু করে।
এসময় খোদা বক্স মন্ডল বাধা নিষেধ করতে গেলে দখলকারীরা অকথ্য ভাষায় বিভিন্ন প্রকার গালিগালাজ করে তাকে হত্যার হুমকি দেয়। এতে নিরুপাই খোদা বক্স মন্ডল বাদী হয়ে মনির উদ্দীনসহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করে তানোর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের প্রেক্ষিতে থানা পুলিশ বিবাদীদেরকে ঘর নির্মাণ করতে নিষেধ করেন।
অপরদিকে, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) অভিযোগটি তদন্ত করে রিপোর্ট প্রদানের জন্য তালন্দ ইউনিয়ন (ভূমি) তহসীলদারকে নির্দেশ প্রদান করেন।
এনিয়ে তানোর ইউনিয়ন ভূমি অফিসের তহসীলদার লুৎফর রহমান সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে ঘর নির্মাণের জায়গাটি সরকারি জায়গা বলে রিপোর্টে উল্লেখ করা হয়।
এবিষয়ে রাজশাহী ওয়ার্কার্স পার্টির সদস্য ও তালন্দ ইউনিয়ন সভাপতি মনির উদ্দীন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ওই জায়গাটি জেলা পরিষদের জায়গা হিসেবে আবেদন করেছি। কিন্তু ১২ বছরেও অনুমতি মেলেনি। তাই ব্যক্তিগত নয় ওয়ার্কার্স পার্টি অফিসের নামে সাইনবোর্ড ঝুলিয়ে ঘর নির্মাণ করা হয়।
তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, সরকারি জায়গা দখলকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তানোর এসিল্যান্ডকে দায়িত্ব দেয়া হয়েছে বলে জানান ইউএনও। আজকের তানোর