শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৯:৩১ pm
ক্রীড়া ডেস্ক : মঙ্গলবার সন্ধ্যা ৬টায় মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অস্ট্রেলিয়ার বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় অংশ নেবে টাইগাররা।
ম্যাচের ঠিক আগের দিন সোমবার জুম কনফারেন্সে বাংলাদেশ দলের অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ বলেন, অস্ট্রেলিয়ার বিপক্ষে এখন সেরা সুযোগ কিনা সেটা এ মুহূর্তে বলা কঠিন। কারণ তারা অতি ভালো একটি দল। তাদের হারাতে হলে আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে।
অধিনায়ক আরও বলেন, আমরা আমাদের স্কিলগুলো কত ভালোভাবে ম্যাচের দিন প্রয়োগ করতে পারি। ম্যাচের কন্ডিশন ও পরিস্থিতি অনুযায়ী আমরা নিজেদের কতটা এপ্লাই করতে পারি। ওই জিনিসগুলোর ওপরও অনেককিছু নির্ভর করে।
তিনি আরও বলেন, আমার মনে হয় অসিদের বিপক্ষে খুব ভালো একটা সিরিজ হবে। আলহামদুলিল্লাহ আমরা জিম্বাবুয়েতে পুরো সিরিজজুড়ে ভালো ক্রিকেট খেলেছি। আমাদের আত্মবিশ্বাসও আছে। আমরা অপেক্ষায় আছি যেন আমরা আমাদের সেরা ক্রিকেটটা খেলতে পারি।
বাংলাদেশ টি-টোয়েন্টি দলের অধিনায়ক আরও বলেন, বিশ্বকাপের আগে অস্ট্রেলিয়ার মতো দলের বিপক্ষে পাঁচটি ম্যাচ খেলতে পারা অনেক ভালো সুযোগ। এটা আমাদের স্কিল দেখানোর একটা বড় সুযোগ। আমাদের মনোবল আরও চাঙ্গা হবে। জিততে হলে আমাদের প্রথম বল থেকে সেরাটা খেলতে হবে।রিয়াদ বলেন, আমি মনে করি আমাদের টি-টোয়েন্টি ফরম্যাটের অ্যাপ্রোচের সঙ্গেও যায়।
আমাদের স্কিলফুল ব্যাটসম্যান বেশ আছে। স্মার্ট চয়েসগুলো আমাদের বেছে নিতে হবে। পার্টিকুলার কন্ডিশনে নির্দিষ্ট বোলারদের নিয়েও আমরা টিম মিটিংয়ে কথা বলেছি। কীভাবে আমরা প্রয়োগ করতে পারি সঠিক সময়ে। সূত্র : যুগান্তর