মঙ্গবার, ১৭ েপ্টেম্বর ২০২৪, সময় : ০৬:২৬ pm
আশরাফুল ইসলাম রনজু, তানোর :
রাজশাহীর তানোরে পুলিশের নারীকল্যাণ সমিতির উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আজ (১৯ জানুয়ারী) মঙ্গলবার বিকেলে উপজেলার তালন্দ ইউনিয়ন এলাকায় মোহর গ্রামের মিশন খেলার মাঠে দুস্থ অসহায় আদিবাসীদের মাঝে এসব শীতবস্ত্র বিতরণ করেন বাংলাদেশ পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক)।
পুনাকের রাজশাহী জেলা সভাপতি জেনিফার রেবেকার সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র বিতরণ করেন জেলা পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন (বিপিএম) পুলিশ বার।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতেখায়ের আলম, সহকারী পুলিশ সুপার (এএসপি) সার্কেল (তানোর-গোদাগাড়ী) আব্দুর রাজ্জাক খাঁন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এর সহধর্মিনী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেলের সহধর্মিনী, সহকারী পুলিশ সুপার চারঘাট সার্কেলের সহধর্মিনী, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) রাকিবুল হাসান ও তালন্দ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবুল কাসেম।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, থানার উপপরিদর্শক (এসআই) আরাফাত হোসেন। আজকের তানোর…