চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বেনীপুর ও কলিহার গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ণ-২ প্রকল্পের নির্মাণকৃত বাড়ি পরিদর্শন করেছেন রাজশাহী বিভাগীয় কমিশনার ডঃ হুমায়ুন কবীর।
সোমবার ২ আগস্ট আশ্রয়ন-২ প্রকল্পের বাড়ি পরিদর্শন কালে নির্মানকৃত বাড়ির কাজের মান এবং গৃহহীন ও ভূমিহীন অসহায়-দুস্থদের খোঁজ-খবর নেন।
এসময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসক মঞ্জুরুল হাফিজ, এডিসি জেনারেল (রেভিনিউ) দেবেন্দ্রনাথ উরাও , নাচোল উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের, উপজেলা নির্বাহী অফিসার সাবিহা সুলতানা, উপজেলা সহকারী কমিশনার ভূমি খাদিজা বেগম , ওসি সেলিম রেজা, মহিলা ভাইস চেয়ারম্যান জান্নাতুন নাঈম, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুস সালাম ও আমিনুল হক এবং সরকারি কর্মকর্তা বৃন্দ ।
এদিন বেলা ১১ টার দিকে সরকারি সফরে বিভাগীয় কমিশনার ডঃ হুমায়ুন কবীর নিজামপুর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন শেষে, নাচোল ইউনিয়নের বেনীপুর ও কসবা ইউনিয়নের কলিহার গ্রামে মুজিব শতবর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার আশ্রয়ন-২ প্রকল্পের নির্মিত বাড়ি পুনর্বাসিত গৃহহীন ও ভূমিহীনদের সুবিধা ও অসুবিধা নিয়ে কথা বলেন।
এছাড়াও তাদের মাঝে বনজ ও ফলদ বৃক্ষের চারা বিতরণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে পুকুর ঘাটের নির্মিত পাকা সিঁড়ির উদ্বোধন করেন । আজকের তানোর