শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৫৫ pm
ক্রীড়া ডেস্ক :
জাপান অলিম্পিক ২০০২ এ প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের টিকেট পেতে সক্ষম হয়েছে তুরস্কের নারী ভলিবল টিম।
তুরস্কের আনাদোলু এজেন্সির খবরে বলা হয়েছে, প্রিলিমিনারি রাউন্ডপুলের-বি ম্যাচে আর্জেন্টিনাকে ৩-০ ব্যবধানে হারিয়ে প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনালের মাইলফলকে প্রবেশ করেছে তুরস্কের নারী ভলিবল টিম।
শনিবার খেলার শুরুতে সার্ভিস ভুল করে তুরস্ক কিছুটা পিছিয়ে ছিল। কিন্তু প্রথম সেটে তারা ২৫-২৩ ব্যবধানে জয় পেতে সক্ষম হয়। এরপর দ্বিতীয় সেটে তুরস্কের টিম আর্জেন্টিনাকে ২৫-২০ এবং তৃতীয় সেটে ২৫-১৮ ব্যবধানে পরাজিত করে।
এর মাধ্যমে তারা বিশ্বের সর্ববৃহৎ ক্রীড়ার আসর অলিম্পিকে কোয়ার্টার ফাইনালে উঠতে সক্ষম হয়। আগামী ২ আগস্ট তুরস্কের নারী দল পুল বি-তে রাশিয়ান টিমের বিরুদ্ধে খেলবে। সূত্র : অনলাইন