শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৫:২৭ pm

সংবাদ শিরোনাম ::
দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না নগরীতে বিএনপি নেতাকে ছুরিকাঘাত আগামী ২৯ নভেম্বর খুলছে রাজশাহী সুগার মিল জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের স্মরণে স্মরণসভা রাজশাহীতে যুবলীগ নেতাসহ গ্রেপ্তার ১১ বাগমারা জাতীয় পার্টির সভাপতি আবু তালেবের ইন্তেকাল তানোরে মসজিদের এসি অফিসার্স ক্লাবে, ইমামের অর্থ আত্নসাৎ প্রমান পেয়েছে তদন্ত কমিটি সাংগঠনিক তৎপরতা বৃদ্ধির লক্ষ্যে তানোরে বিএনপির কর্মীসভা নগরীতে ছাত্রলীগ নেতাসহ বিভিন্ন অপরাধে ৮ জন গ্রেপ্তার লীজকৃত পুকুর দখল, মালিককে বুঝিয়ে দিতে কাজ করছে কর্তৃপক্ষ পুঠিয়ায় ভুয়া ডাক্তার ধরে প্রাননাশের হুমকির মুখে সাংবাদিকরা রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসে দুর্নীতির প্রতিবাদে মানববন্ধন তানোর থানায় দালালের দৌরাত্ন্য বৃদ্ধি, অসহায় মানুষ দুর্গাপুরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আটক ৩ জনের কারাদণ্ড গ্রাহকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ, বন্ধু মিতালীর চেয়ারম্যানসহ আটক ৪ রাজনীতি ও নির্বাচন থেকে আ.লীগকে দূরে রাখতে ছাত্রনেতাদের চাপ
করোনায় জীবন যাচ্ছে, তার ওপর এখন ডেঙ্গু : গওহার নঈম ওয়ারা

করোনায় জীবন যাচ্ছে, তার ওপর এখন ডেঙ্গু : গওহার নঈম ওয়ারা

আগে কি টের পাওয়া যায়নি

কীট বিশেষজ্ঞরা অনেক আগেই সতর্ক করছিলেন। জানিয়েছিলেন, ঢাকার বিভিন্ন এলাকায় এডিসের ঘনত্ব আগের বছরের চেয়ে অনেক বেশি। এবার জুন মাসে বৃষ্টির খরা কেটে যায়। ফলে জুনের শুরুতে এডিস মশার ঘনত্ব ধরা পড়ে। এ সময় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের একটি দল ঢাকার বিভিন্ন ওয়ার্ডে জরিপ চালায়। জরিপে দেখা যায়, গত বছরের চেয়ে এডিস মশার ঘনত্ব প্রায় ২০ গুণ বেশি। তাঁরা জানিয়েছিলেন, ঢাকার এমন কোনো এলাকা নেই, যেটি ডেঙ্গুর উচ্চ ঝুঁকিতে নেই। তাড়াতাড়ি ব্যবস্থা না নিলে পরিস্থিতি ভয়ংকর হয়ে উঠতে পারে।

ডেঙ্গুর পাশাপাশি রাজধানীর কাছের গুটিকয় জেলায় দেখা দিয়েছে কালাজ্বর। প্রতিবছর বর্ষাকালে গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় কালাজ্বর বেড়ে যায়। করোনাকাল শুরুর আগে থেকেই প্রায় দুই বছর হলো কালাজ্বরের বাহক বেলে মাছি নিধনে নেই কোনো কার্যক্রম।

 

সময়মতো ব্যবস্থা নেওয়া হলো না কেন

সময়মতো ব্যবস্থা নেওয়া হলো না কেন—এ প্রশ্ন করার লোক দেশে কম। তবে বিএসএমএমইউর সাবেক উপাচার্য (ভাইরোলজিস্ট) অধ্যাপক নজরুল ইসলাম একটা কারণ জানিয়েছেন। তাঁর মনে হয়েছে, এ বছর (২০২১) কোভিড-১৯ নিয়ে সবাই চিন্তিত ছিল, তাই অন্যান্য রোগের বিষয়ে তেমন আলোচনা হয়নি। এটি ডেঙ্গু বাড়ার একটা বড় কারণ। অর্থাৎ সেই একচক্ষু হরিণের গল্প। বাঘের দিকে নজর দেবে, না কুমিরের দিকে তাকিয়ে থাকবে, নাকি ঘাস খাবে? কিন্তু এটা তো ঠিক, ডেঙ্গু-চিকুনগুনিয়া আমাদের ‘নলেজের’ মধ্যেই ছিল। তার গতিবিধি পর্যবেক্ষণের কলকাঠি আমাদের হাতেই ছিল। তাহলে কেন ব্যবস্থা নেওয়া হলো না? কেন এত গাফিলতি?

শুধু কি ডেঙ্গু আর এডিস মশা

ডেঙ্গুর পাশাপাশি রাজধানীর কাছের গুটিকয় জেলায় দেখা দিয়েছে কালাজ্বর। প্রতিবছর বর্ষাকালে গাজীপুর ও ময়মনসিংহের বিভিন্ন এলাকায় কালাজ্বর বেড়ে যায়। করোনাকাল শুরুর আগে থেকেই প্রায় দুই বছর হলো কালাজ্বরের বাহক বেলে মাছি নিধনে নেই কোনো কার্যক্রম। পত্রিকান্তরে জানা গেছে, এবারও নাকি স্বাস্থ্য অধিদপ্তরের দুই শাখার ঠেলাঠেলিতে কেনা হয়নি প্রয়োজনীয় কীটনাশক ডেলটামেথ্রিন। এ কারণে রোগনিয়ন্ত্রণ শাখা ৫০ হাজার লিটারের চাহিদা দিয়েও কেন্দ্রীয় ঔষধাগারের কাছ থেকে সময় আর চাহিদামতো কীটনাশক পায়নি।

শিশু রোগীর সংখ্যা বাড়ছেই

ডেঙ্গু জ্বরে আক্রান্ত মানুষের একটি বড় অংশই শিশু। শিশুরা সাধারণত তাদের শারীরিক পরিস্থিতি সম্পর্কে সচেতন বা সতর্ক না হওয়ায় তাদের ওপর এ রোগের প্রভাব ভয়াবহ হওয়ার আশঙ্কা থাকে। হাসপাতালে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি শিশুর সংখ্যা বাড়ছে, তার সঙ্গে এর চিকিৎসায় প্রয়োজনীয় রক্তের প্লাটিলেটের চাহিদাও বাড়ছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। গত শুক্রবার বাংলাদেশের হাসপাতালগুলোর মধ্যে এক দিনে দ্বিতীয় সর্বোচ্চ ডেঙ্গু রোগী ভর্তি হয় ঢাকা শিশু হাসপাতালে। সেই মিছিল এখনো চলছে।

জ্বরের উপসর্গ থাকলেই করোনার পাশাপাশি ডেঙ্গু টেস্ট করাও জরুরি। এখন অনেকেই জ্বর মানেই মনে করেন কোভিড-১৯। তাই ডেঙ্গু পরীক্ষা না করে বাসায় বসে থাকেন। অনেকে করোনা পরীক্ষা করালেও ডেঙ্গুরটা করাচ্ছেন না।

শিশুরা কেন বেশি আক্রান্ত হচ্ছে

এডিস পরিষ্কার পানির মশা, ঘরের মশা, দিনে কামড়ানো মশা। করোনাকালে শিশুরা এখন ২৪ ঘণ্টা ঘরবন্দী। নিজেদের ঘর-বারান্দা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকলেও পাশের খালি ফ্ল্যাট আর সেটির বারান্দায় ফেলে দেওয়া টবে বৃষ্টির পানি জমে এডিসের বংশবিস্তার হচ্ছে। শিশুদের বাড়ির পোশাক এই গরমে গেঞ্জি, হাফপ্যান্ট। ফলে এডিস মশার সহজ শিকার হচ্ছে শিশুরা। বিএসএমএমইউর মেডিসিন বিভাগের সাবেক ডিন এ বি এম আবদুল্লাহ বলেন, শিশুদের খুবই সাবধানে রাখতে হবে। তারা যেন ফুলহাতা শার্ট পরে হাত দুটো ঢেকে রাখে। শিশুরা দিনে ঘুমালেও মশারি টাঙিয়ে দিতে হবে। আরেকটি সতর্কতামূলক ব্যবস্থা হতে পারে মশানিরোধক ক্রিম ব্যবহার। মশার কামড় থেকে দূরে রাখতে গ্রামে এখন অনেকে শিশুর হাত-পায়ে নিশিন্দাপাতার রস লাগিয়ে দেয়। এর কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই।

এখনই করণীয়

জ্বরের উপসর্গ থাকলেই করোনার পাশাপাশি ডেঙ্গু টেস্ট করাও জরুরি। এখন অনেকেই জ্বর মানেই মনে করেন কোভিড-১৯। তাই ডেঙ্গু পরীক্ষা না করে বাসায় বসে থাকেন। অনেকে করোনা পরীক্ষা করালেও ডেঙ্গুরটা করাচ্ছেন না।

আবার অনেকে কোভিড-১৯ ভেবে চিকিৎসকের সঙ্গে পরামর্শ ছাড়াই ওষুধ খাচ্ছেন। এতে ডেঙ্গু রোগীদের ঝুঁকি বেড়ে যাচ্ছে। দেরিতে পরীক্ষার কারণে ডেঙ্গু শনাক্ত হওয়ার পরপরই প্লাটিলেটের মাত্রা পাওয়া যাচ্ছে অনেক কম। এ পরিস্থিতিতে জ্বর হলেই কোভিডের পাশাপাশি ডেঙ্গুও পরীক্ষা করিয়ে নিতে হবে। তার জন্য প্রয়োজন সমন্বিত উদ্যোগ। পর্যাপ্ত ডেঙ্গু কীটের সরবরাহ নিশ্চিত করা।

শনাক্ত রোগীর বাসার ৪০০ মিটারের মধ্যে এডিস অনুসন্ধান অভিযান পরিচালনা জরুরি। তবে শহরে কোভিড সংকটে বাসাবদলের হিড়িকে খালি-পরিত্যক্ত ফ্ল্যাটকে বিশেষ নজরদারির মধ্যে রাখতে হবে।

স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, টঙ্গীর শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতাল, লালকুঠি হাসপাতাল, রেলওয়ে হাসপাতালসহ আরও কয়েকটি হাসপাতালে ডেঙ্গু রোগীর চিকিৎসা হবে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিষয়টি খোলাসা করে সবাইকে জানিয়ে দেওয়া জরুরি। রেডিও-টেলিভিশনে সেগুলো ঘন ঘন প্রচার করলে মানুষের ভোগান্তি কমে। সূত্র : প্রথমআলো, গওহার নঈম ওয়ারা লেখক ও গবেষক, [email protected]

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.