শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, সময় : ০৩:২৯ am
নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোর পৌরসভায় মনোনয়নপত্র বাছাইয়ের দিনে ৬৩ প্রার্থীর মধ্যে এক কাউন্সিলর প্রার্থী ছাড়া সব প্রার্থী বৈধ বলে ঘোষনা দেয়া হয়েছে। অবৈধ প্রার্থী পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের আকচা মহল্লার বাসিন্দা নওশাদ আলী। তিনি সাধারণ কাউন্সিলর পদে মনোনয়নপত্র দাখিল করেন। ঋণ খেলাপির দায়ে তার প্রার্থীতা বাতিল করা হয়।
এবারে পৌরসভা নির্বাচনে মেয়রপদে ৪ জন ও নারী কাউন্সিলর পদে ১৪ জন এবং পুরুষ কাউন্সিলর পদে ৩৪ প্রার্থীর বৈধতা রয়েছে। আজ (১৯ জানুয়ারী) মঙ্গলবার বিকেলে বাছাইয়ের শেষ দিনে উপজেলা নির্বাচন কর্মকর্তা সুষ্মিতা রায় এ তথ্য নিশ্চিত করেন।
তিনি আরও জানান, দলীয় টিকিট পেয়ে মেয়রপদে মনোনয়নপত্র জমা দেন তানোর পৌর আওয়ামী লীগের সভাপতি ইমরুল হক, রাজশাহী জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতম সদস্য ও বর্তমান মেয়র মিজানুর রহমান মিজান ও তানোর পৌর জাতীয় পার্টির (জাপা) সভাপতি আব্দুর রাজ্জাক এবং তানোর উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেক মন্ডল স্বতন্ত্র প্রার্থী হিসেবে বৈধ।
প্রসঙ্গ, প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আগামী ২৬ জানুয়ারী। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২৭ জানুয়ারী। এরপরই শুরু হবে আনুষ্ঠানিক ভাবে প্রচার। তবে, ১৪ ফেব্রুয়ারী সকাল ৮টা থেকে বিরতিহীনভাবে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে। পৌরসভা নির্বাচনে গত (১৭ জানুয়ারী) মেয়র কাউন্সিলর পদে ৬৩ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। আজকের তানোর