রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৩:০৫ am

সংবাদ শিরোনাম ::
কম্পিউটার কী বোর্ডের মাধ্যমে রাজশাহীতে পাহাড়িয়াদের মাতৃভাষার লিখন পঠন কার্যক্রম উদ্বোধন গোদাগাড়ীতে প্লাজমা ফাউন্ডেশনের ৯ম তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন আমবাগান থেকে বাঘায় দিনমুজুরের গলাকাটা লাশ উদ্ধার নগরীতে জেলা কৃষকলীগ সভাপতি তাজবুল ইসলামসহ ১৫ জন গ্রেপ্তার নাচোলে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ১৪৮তম শাখা উদ্বোধন গণতন্ত্রের মোড়কে বাকশাল কায়েম চেয়েছিলেন শেখ হাসিনা : সাকি তানোরে আলু বীজে মহাসিন্ডিকেট, দ্বিগুন দামে দিশেহারা চাষীরা! দুর্গাপুর ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক রফিক সরকারের দাফন সম্পন্ন দুর্গাপুরে বিএনপি’র আয়োজনে বিপ্লব ও সংহতি দিবস উদযাপিত মুক্তিযোদ্ধার ভাস্কর্য কোথাও বসাতে না পেরে বিক্রি করলেন ভাঙারির দোকানে রাজনৈতিক দলকে সরিয়ে দেওয়ার ইচ্ছা নেই : আনন্দবাজারকে জামায়াতের আমির আগামী তিন মৌসুমের জন্য আইপিএলে যে ১৩ ক্রিকেটারের নাম দিল বিসিবি স্তন ক্যানসারে আক্রান্ত হয়েও কাজ থামিয়ে রাখেননি অভিনেত্রী হিনা খান নগরীতে সন্ত্রাসি কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধে ১১ জন গ্রেপ্তার তানোরে সার বিতরণে অনিয়ম ও পাঁচার রোধে হট্টগোল মারপিট দুর্গাপুরে হোজা নদী পুন:খনন ও দখলমুক্ত দাবিতে ইউএনও’কে স্মারকলিপি রাজশাহীতে সমন্বয়ক পেটানোর ব্যাখ্যা দিল মহানগর ছাত্রদল আঘাতের দাগে সম্পর্কের রূপান্তর ! রাজু আহমেদ তানোরে শিক্ষক সমিতিকে নিজ পকেটে রাখতে মরিয়া বিএনপি নেতা মিজান অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার পক্ষে লড়তে চান জেড আই খান পান্না
মুন্ডুমালায় চাচার ঋণ বকেয়ার দায়ে বৃত্তির টাকা পাচ্ছে না স্কুলছাত্রী

মুন্ডুমালায় চাচার ঋণ বকেয়ার দায়ে বৃত্তির টাকা পাচ্ছে না স্কুলছাত্রী

নিজস্ব প্রতিবেদক, তানোর :
রাজশাহীর তানোরে ব্যাংক ম্যানেজারের সেচ্ছা চারিতায় মেধাবী এক স্কুল ছাত্রীর বৃত্তির টাকা পাওয়া অসম্ভব হয়ে পড়েছে। এতে নিরুপাই হয়ে ওই ছাত্রীর বাবা শহিদুল ইসলাম আজ (৩১ জুলাই) দুপুরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)’র নিকট অভিযোগ করেছেন।

অভিযোগে জানা গেছে, উপজেলার পাঁচন্দর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে সানজিদা সুলতানা জয়া মুন্ডুমালা সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ৮ম শ্রেণিতে ট্যানেন্টপুলে বৃত্তি পাই। ফলে সরকারি নিয়মে বৃত্তির টাকা তার নিকটস্থ সোনালী ব্যাংক মুন্ডুমালা হাট শাখার অনুকূলে ৫ হাজার ৯০০ টাকা জমা হয়। যার হিসাব নম্বর ৪৬২৬৮০১০০০০৮২।

এবিষয়টি স্কুল শিক্ষক জয়াকে অবহিত করেন। এতে জয়া আনন্দে আত্নহারা হয়ে দরিদ্র বাবা-মামাকে সঙ্গে নিয়ে সম্প্রতি (২৯ জুলাই) বৃহস্পতিবার ব্যাংকে যায়। কিন্তু তাকে বৃত্তি পাওয়ার কোনো টাকা দেয়া হয়নি। বরং তাকে ও তার পরিবারকে অপমান অপদস্থ্য করে ব্যাংক থেকে বের করে দেয়া হয়।

এনিয়ে সানজিদা সুলতানা জয়া জানান, তার আশা ছিল বৃত্তির টাকা উঠানোর পরেই প্রাইভেট পড়ার বাঁকী ফি পরিশোধ করবেন। আর কিছু বইপত্র ও নতুন পোষাক নেবেন। কিন্তু আশার মুখে ছাঁই ছিটিয়ে সব ভেস্তে দেন ব্যাংক ম্যানেজার মিঠুন কুমার দেব। ফলে ব্যাংক থেকে বৃত্তির টাকা না পেয়ে কাঁদতে কাঁদতে বাড়ি ফিরেন তিনি।

স্কুল ছাত্রীর বাবা শহিদুল ইসলাম বলেন, তার বড় ভাই আতাউর রহমানের কাছে ক্ষুদ্র ঋণের কিছু বকেয়া টাকা পাবে সোনালী ব্যাংক। তার ভাইয়ের ঋণের দায়ে ব্যাংক আমার মেয়ের বৃত্তির টাকা কেটে নিবে কেন। এনিয়ে অনেক অনুরোধ করলেও তাকে ধমক দিয়ে ব্যাংক থেকে বের করে দেন ম্যানেজার। বিষয়টি নিয়ে মেয়ের স্কুলের বৃত্তির টাকা পাবার আশায় ইউএনও স্যারের নিকট অভিযোগ করেছি।

সোনালী ব্যাংক মুন্ডুমালাহাট শাখার ম্যানেজার মিঠন কুমার দেব বলেন, স্কুল ছাত্রীর চাচার কাছে অনেক পুরোনো একটি ঋণ পাওয়া যাবে। ঋণটা আদায় করার জন্য বৃত্তির টাকা আটকানো আছে। সরকারের দেয়া বৃত্তির টাকা ছাত্রীর চাচার ঋণের দায়ে ব্যাংক আটকাতে পারে কি না এমন প্রশ্নের জবাবে ম্যানেজার এড়িয়ে গেছেন।

এব্যাপারে তানোর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পঙ্কজ চন্দ্র দেবনাথ বলেন, স্কুল ছাত্রী বৃত্তির টাকা অন্য খাতে কেটে নেওয়ার এখতিয়ার ব্যাংকের নেই। ছাত্রী বাবা আমার কাছে মোবাইলে অভিযোগ দিয়েছেন। তাকে লিখিত অভিযোগ করতে বলা হয়েছে। লিখিত অভিযোগ পেলে ব্যাংক ম্যানেজারের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। আজকের তানোর

স্যোসাল মিডিয়ায় শেয়ার করুন

ads




© All rights reserved © 2021 ajkertanore.com
Developed by- .:: SHUMANBD ::.