শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০১:০৬ am
রাশেদুল হক ফিরোজ, বাগমারা :
দি এশিয়া ফাউন্ডেশনের উদ্যোগে (ইডাব্লউএস) প্রজেক্টের আওতায় রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের জনগোষ্ঠীর সঙ্গে আন্তঃধর্মীয় সম্প্রীতি ও সহনশীলতা বিষয়ক একটি ভার্চুয়াল সংলাপ অনুষ্ঠিত হয়েছে। সংলাপটির প্রতিপাদ্য বিষয় ছিল ‘ধর্মীয় স্বাধীনতা, শান্তি নির্মাণ এবং সহনশীলতায় যুব সমাজের ভূমিকা।’ আলোচনায় এলাকার আন্তঃধর্মীয় সম্প্রীতির বর্তমান অবস্থা এবং আন্তঃধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির ক্ষেত্রে যুবদের ভূমিকা।
আলোচনায় জানা যায়, মাড়িয়া ইউনিয়নের আন্তঃধর্মীয় সম্প্রীতি বেশ সন্তোষজনক পর্যায়ে রয়েছে তবে পরামর্শকরা বলেন বেশকিছু পদক্ষেপ গ্রহণের মাধ্যমে সম্প্রীতির এই অবস্থাকে ধরে রাখা সম্ভব এবং উত্তরোত্তর বৃদ্ধি করা সম্ভব। অনুষ্ঠানে উপস্থিত যুবরা এ বিষয়ে তাদের বেশ কিছু করণীয় সম্পর্কে বিশেষভাবে উল্লেখ করেন। যার মধ্যে রয়েছে বিভিন্ন ধর্ম সম্পর্কে জ্ঞানলাভ এবং সম্মান প্রদর্শন, সহনশীলতা বৃদ্ধি, ধর্মীয় সম্প্রীতি রক্ষার্থে আন্তঃধর্মীয় যুব ক্লাব গঠন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ধর্মীয় সম্প্রীতির বার্তা প্রচার, বিভিন্ন জনসচেতনতামূলক কর্মকান্ডের উদ্যোগ নেয়া, ধর্মীয় কুসংস্কার ও ধর্মীয় অপব্যাখ্যার বিরুদ্ধে সুশৃংখল পদ্ধতিতে অবস্থান নেয়া, ধর্মীয় গুজব প্রতিহত করার জন্য এগিয়ে আসা এবং সহিংস আচরণ থেকে বিরত থাকা।
সর্বোপরি তারা মনে করেন, যুবদের নৈতিক এবং মনস্তাত্ত্বিক ইতিবাচক পরিবর্তনের মাধ্যমে ধর্মীয় বৈষম্য ও আন্তঃধর্মীয় কোন্দল নিরসনের দ্বারা একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। যুবদের এসব পরামর্শকের স্বাগত জানিয়ে উক্ত এলাকার জনপ্রতিনিধিরা জানান, যে কোন ধর্মীয় সংঘাত দূরীকরণের ক্ষেত্রে তারা সর্বদাই তাদের অবস্থান থেকে যুবদের সাথে আছেন এবং তারা আরও জানান এলাকার বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠানগুলো পালন করার ক্ষেত্রে জাতি-ধর্ম ভিন্নতা না এনে সকলেই সকলকে সহযোগিতার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনে তারা বদ্ধপরিকর।
উপস্থিত শিক্ষকমন্ডলীরা যুবদের আন্তঃধর্মীয় সচেতনতা বৃদ্ধির জন্য শিক্ষাপ্রতিষ্ঠানে আন্তঃধর্মীয় সম্প্রীতির গুরুত্ব নিয়ে আলোচনার প্রতি গুরুত্বারোপ করেন। ধর্মীয় নেতারাও তাদের অবস্থান থেকে যুবসমাজকে ধর্মীয় বিভিন্ন আলোচনা যেমন খুতবা, বাণী-অর্চনা ইত্যাদিতে ধর্মীয় সম্প্রীতির প্রতি উৎসাহিত করার ক্ষেত্রে তাদের ভূমিকা তুলে ধরেন।
সংলাপটি সঞ্চালনের দায়িত্বে ছিলেন দৈনিক সোনার দেশ পত্রিকার বাগমারা প্রতিনিধি ও দি এশিয়া ফাউন্ডেশনের লিড পিস কিপার রাশেদুল হক ফিরোজ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাক আহমেদ, ইসলামিক ফাউন্ডেশন বাগমারার ফিল্ড সুপারভাইজার মো. হাফেজ মাহমুদুল্লাহ, বাগমারা হিন্দু বৌদ্ধ ঐক্য পরিষদের সভাপতি শ্রী সুণিল কুমার কুন্ডু, বাগমারা পূজা উদযাপন কমিটির সভাপতি শ্রী প্রদিপ কুমার সিং, রাজশাহী বারের এডভোকেট মোজাম্মেল, প্রথম আলোর বাগমারা প্রতিনিধি মামুনুর রশিদ মামুন, সালোহা-ইমারত গার্লস একাডেমীর প্রধান শিক্ষক মতিউর রহমান, দি এশিয়া ফাউন্ডেশনের সিনিয়ার প্রোগ্রাম অফিসার জিলহাজ আজম, সিনিয়ার প্রজেক্ট অফিসার মাহমুদা সুলতানা, প্রজেক্ট অফিসার মোশাররফ হোসেন ও মিতা রানী সরকার, প্রকল্পের বাগমারা উপজেলার ফিল্ড এ্যাসিসটেন্ট চম্পা রানী উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন ধর্মেও ধর্মীয় নেতা ও যুবসহ মোট ৩৭ জন আলোচক উক্ত সংলাপে উপস্থিত থেকে বিভিন্ন দৃষ্টিকোণ থেকে ধর্মীয় সম্প্রীতি বৃদ্ধির ক্ষেত্রে যুব সমাজের ভূমিকা নিয়ে আলোকপাত করেন। আজকের তানোর