শহিদুল ইসলাম, নাচোল :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল পৌর এলাকায় লকডাউনে স্বল্পআয়ের মানুষের খাদ্যের মৌলিক চাহিদা পূরণে নায্য মূল্যে খোলাবাজারে ওএমএস চাল ও আটা বিক্রির কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার ও সরকারি ছুটির দিন ছাড়া সপ্তাহের ৬ দিন এ কার্যক্রম চলবে ।
রবিবার ২৫ জুলাই বেলা ১১টায় পৌর এলাকার ইলামিত্র পাঠাগারে ওএমএস ডিলার কাবুল হোসেনের উপস্থিতিতে এ কার্যক্রম উদ্বোধন করেন, উপজেলা চেয়ারম্যান আব্দুল কাদের ও পৌর মেয়র আব্দুর রশিদ ঝালুখান ।
মেয়র আব্দুর রশিদ ঝালুখান জানান, সরকার ঘোষিত লকডাউনের মধ্যে স্বল্প আয়ের মানুষের খাদ্যের মৌলিক চাহিদা পূরণের লক্ষ্যে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের শহরগুলোর ন্যায় নাচোল পৌর এলাকায় ন্যায্যমূল্যে খোলা বাজারে চাল ও আটা বিক্রয় কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
তিনি আরো জানান, ৩ জন ওএমএস ডিলারের মাধ্যমে নাচোল রেল স্টেশন বাজার, ইলামিত্র পাঠাগার ও হাজিডাঙ্গায় সপ্তাহের ৬ দিন চাল ও আটা বিক্রির কার্যক্রম চালু থাকবে । বিক্রয় কেন্দ্রে ডিলার প্রতি প্রতিদিন দেড় মেট্রিক টন চাল ও এক মেট্রিক টন আটা বিক্রয় করতে পারবে।
এছাড়া সুবিধাভোগীরা প্রত্যেককে সর্বনিম্ন ৫কেজি করে চাল ও ৫কেজি আটা সর্বোচ্চ ১০কেজি করে ক্রয় করতে পারবে। প্রতি কেজি চাল ৩০ টাকা এবং প্রতি কেজি আটা ১৮ টাকা দরে বিক্রয় করা হইবে এ কার্যক্রম ৭ আগস্ট পর্যন্ত চলমান থাকবে। আজকের তানোর