সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৪৩ am
বিনোদন ডেস্ক : অভিনেত্রী আশনা হাবিব ভাবনা। করোনার কারণে গতবার লকডাউন দিলেও সেখানে অনুমতি সাপেক্ষে শুটিং করেছিলেন অনেকেই। কিন্তু সেই তালিকায় যুক্ত হয়নি এই অভিনেত্রী।
তার ভাষ্য, আমি এত অসচেতন নই যে, ঝুঁকি নেয় কাজ করবো। করোনা সংক্রমন রোধে সরকার লকডাউন ঘোষনা দিয়েছে। আমি সেটি মেনে চলেছি। আমি মনে করি, প্রত্যেক মানুষের সরকারি বিধি-নিষেধ মেনে চলা উচিৎ।
বর্তমানে তিনি নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত রয়েছেন বলে জানান ভাবনা। তিনি বলেন, আমি লন্ডনে একটি বিশ্ববিদ্যালয়ে গ্রাজুয়েশন করছি। করোনার কারণে যাওয়া সম্ভব হচ্ছে না বলেই অনলাইনে পরীক্ষা দিতে হয়েছে।
নিজেকে সুরক্ষিত রাখার জন্য সতর্কতা অবলম্বন করছেন বলে জানান ভাবনা। নিজেকে ঠিক রাখার জন্য যা যা প্রয়োজন সবই করছেন তিনি।
ভাবনা আরো বলেন, আমি টিকা নিতে চাই। কিন্তু বয়সের কারণে টিকা নিতে পারছি না। আমাদের টিকার জন্য যে বয়সসীমা নির্ধারণ করা হয়েছে তার মধ্যে আমি পড়ি না।
এদিকে এই অভিনেত্রী ঈদে এবার প্রথমবারের মতো বেতার নাটকে ছিলেন। ঈদের দিন তার অভিনীত ‘কয়েকটি চিঠি ও একটি গরু’ শিরোনামের একটি নাটক সম্প্রচার হয়। তারিক মনজুরের রচনায় এটি প্রযোজনা করেছেন সৈয়দা ফরিদা ফেরদৌসি যাত্রী। রবীন্দ্র প্রয়াণেও বেতারের একটি নাটকে থাকবেন বলে জানান অভিনেত্রী। এরইমধ্যে রবিন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘মনিহারা’ অবলম্বনে ‘এ মনিহার আমায় নাহি সাজে’ শিরোনামের নাটকটির কাজ শেষ করেছেন তিনি। আজকের তানোর