বৃহস্পতিবর, ১২ িসেম্র ২০২৪, সময় : ১২:৩০ am
শাহিন সাগর, নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগর পুলিশ (আরএমপি) কমিশনার আবু কালাম সিদ্দিক বলেছেন, পুলিশ সদস্যদের এমনভাবে কাজ করতে হবে যেন তার সন্তান গর্ব করে বলে আমার বাবা পুলিশ। সবাইকে আরও বেশি সচেতন ও দায়িত্ববান হতে হবে, যেন পরবর্তী প্রজন্ম গর্ব করে বলতে পারে আমার বাবা ছিলেন পুলিশ।
সোমবার সকালে আরএমপির ট্রেনিং স্কুলে ষষ্ঠ ব্যাচের অস্ত্রচালনা বিষয়ক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, পুলিশের দীর্ঘদিনের দাবি হালকা আধুনিক অস্ত্র। এ দাবি পূর্ণ হচ্ছে। সেই অস্ত্রের যথাযথ আইনসঙ্গত ব্যবহারের জন্য নিজেদের প্রস্তুত করতে হবে। এজন্য প্রশিক্ষণের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- আরএমপির উপ-পুলিশ কমিশনার (লজিস্টিক) সাইফুদ্দিন শাহীন, উপ-পুলিশ কমিশনার (পিওএম) মনিরুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (ফোর্স), মোহাম্মদ রকিবুল ইসলাম হাসান ইবনে রহমান প্রমুখ। ছয় দিনের এই কোর্সে ৫০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করছেন। আজকের তানোর