রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ১২:২৮ am
নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় করোনা আক্রান্ত রোগীদের জন্য ফ্রি অক্সিজেন সেবা চালু করা হয়েছে। ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মেডিক্যাল সেন্টার রাজশাহী, রাজশাহী জেলা সমিতি ঢাকা ও গোদাগাড়ী উপজেলা সমিতি ঢাকা’র যৌথ উদ্যোগে শুক্রবার বিকাল পাঁচটায় গোদাগাড়ীর ডাইংপাড়া ফিরোজ চত্বরে এক অনুষ্ঠানে এর উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মেডিকেল সেন্টার রাজশাহী’র পক্ষ থেকে সভাপতিত্ব করেন গোদাগাড়ী (প্রেমতলী) উপজেলা হেলথ কমপ্লেক্সের ইউ.এইচ.এফ.পি.ও ডাঃ আবু তালেব।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, গোদাগাড়ী উপজেলা চেয়ারম্যান মো. জাহাঙ্গীর হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোদাগাড়ী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুল ইসলাম।
এছাড়া আরো উপস্থিত ছিলেন, ফ্রি অক্সিজেন সেবা কার্যক্রমের সমন্বয়কারী ডাঃ মো. রমজান আলী এবং ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মেডিক্যাল সেন্টারের রোগী কল্যাণ অফিসার হাসান আবাবিল।
অনুষ্ঠান শুরুর পূর্বে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মেডিকেল সেন্টার রাজশাহীর পক্ষ থেকে ফ্রি অক্সিজেন সেবা সমন্বয়কারী ডাঃ মো. রমজান আলীর হাতে তিনটি অক্সিজেন সিলিন্ডার, অক্সিজেন ফ্লো মিটার, পালস অক্সিমিটার ও মাস্ক তুলে দেয়া হয়। অনুষ্ঠান শেষে অনুষ্ঠানে আগত সকলের মাঝে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ফ্রী মাস্ক বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মেডিকেল সেন্টার রাজশাহী, রাজশাহী জেলা সমিতি ঢাকা ও গোদাগাড়ী জেলা সমিতি ঢাকার এমন মানব সেবামূলক উদ্যোগের জন্য কৃতজ্ঞতা ও আন্তরিক শুভেচ্ছা জানান। পাশাপাশি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন মেডিকেল সেন্টার রাজশাহীর মত এই ধরণের মানব সেবামূলক কার্যক্রমে অংশগ্রহণের জন্য সামর্থ্যবান সকলের প্রতি এগিয়ে আসার আহ্বান জানানো হয়। আজকের তানোর