বুধবা, ০৯ অক্টোব ২০২৪, সময় : ০৯:৫৪ am
নিজস্ব প্রতিবেদক :
রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌর নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ১৮ই জানুয়ারী বিকেল ৩ ঘটিকায় মুন্ডুমালা সরকারী উচ্চ বিদ্যালয় হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
পৌরসভার ৪,৫,৬,৭,৮ ও ৯ নম্বর ওয়ার্ডের নেতা কর্মীদের সাথে নৌকা প্রতীকের পক্ষে নির্বাচনী পরিচালনা কমিটির মতবিনিময় সভা করা হয়।
উক্ত সভায় মুন্ডুমালা পৌর নির্বাচন কমিটির আহবায়ক উপজেলা যুবলীগের সংগ্রামী সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান জননেতা লুৎফর হায়দার রশীদ ময়না প্রধান অতিথি হিসেবে উপস্থিত সকলের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শরিফ খাঁন, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আহসানুল হক স্বপন, মুন্ডুমালা পৌর আওয়ামী লীগের সভাপতি গোলাম মোস্তফা, জেলা যুবলীগের সম্পাদক আনম আরিফ রায়হান তপন, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা সাধারণ সম্পাদক দেবানন্দ বর্মন ও বাঁধাইড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান ছাড়াও একঝাক স্থানীয় আওয়ামী লীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।