রবিবর, ২৪ নভেম্বর ২০২৪, সময় : ০৫:১৩ am
ডেস্ক রির্পোট : যমজ সন্তান জন্মের এক সপ্তাহ পর মারা গেছেন করোনাভাইরাসে আক্রান্ত পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) বাংলা বিভাগের মাস্টার্স প্রথম সেমিস্টারের শিক্ষার্থী শারমিন সুলতানা শাম্মি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ড. এম আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, শারমিন সুলতানার বাড়ি পাবনা পৌর শহরের কলাবাগান মহল্লায়। তিনি করোনা পজিটিভ ছিলেন। এক সপ্তাহ আগে যমজ সন্তানের মা হন। গত ১৩ জুলাই সকালে আট মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় করোনার উপসর্গ নিয়ে পাবনা সদর হাসপাতালে ভর্তির জন্য যান। শারীরিক অবস্থা অনেক খারাপ হওয়ায় চিকিৎসকরা তাকে ঢাকায় রেফার্ড করেন। রাজধানীর বিভিন্ন সরকারি হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) খুঁজে না পেয়ে রাজারবাগের একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
পরে স্ত্রীরোগ বিশেষজ্ঞরা ১৫ জুলাই তার ডেলিভারি করানোর সিদ্ধান্ত নিলে শাম্মি যমজ কন্যা সন্তান জন্ম দেন। জন্মের পর থেকে বাচ্চা দুইটিকে এনআইসিইউতে রাখা হয়। এরপর শাম্মির শারীরিক অবস্থা খারাপ হওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয় এবং শুক্রবার (২৩ জুলাই) সকালে তার মৃত্যু হয়।
শারমিনের মৃত্যুতে পাবিপ্রবির শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তার আত্মার মাগফেরাত কামনা করে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে শোকবার্তা জানিয়েছেন পাবিপ্রবি শিক্ষক ড. এম আব্দুল আলীম, ড. আওয়াল কবির জয়, কামাল হোসেন প্রমুখ।সূত্র : বাংলাট্রিবিউন