শনিবর, ২৩ নভেম্বর ২০২৪, সময় : ০৭:৩৩ pm
আন্তর্জাতিক ডেস্ক : ভারতে সংবাদপত্র ‘দৈনিক ভাস্কর’ এর বেশ কয়েকটি কার্যালয়ে আজ বৃহস্পতিবার সকালে অভিযান চালিয়েছে কর কর্মকর্তারা। দৈনিক ভাস্করের বিরুদ্ধে আয়কর ফাঁকির অভিযোগ করা হয়েছে। সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।
বার্তা সংস্থা এএনআই এর বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, কর কর্মকর্তারা দৈনিক ভাস্করের দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, গুজরাট ও মহারাষ্ট্রের কার্যালয়ে অভিযান চালায়। এছাড়া এই পত্রিকার সঙ্গে সংশ্লিষ্ট অনেকের বাড়ি ও কার্যালয়েও অভিযান চালানো হয়েছে।
দৈনিক ভাস্করের জ্যৈষ্ঠ সম্পাদক এনডিটিভিকে বলেন, দৈনিক ভাস্করের জয়পুর, আহমেদাবাদ, ভোপাল এবং ইন্দোর অফিসে অভিযান চালানো হয়েছে।
কংগ্রেস নেতা এবং মধ্যপ্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী দিগ্বিজয় সিং টুইটারে বলেন, ভোপালে দৈনিক ভাস্করের ভবনসহ কমপক্ষে ছয়টি কার্যালয়ে অভিযান চালানো হয়।
প্রসঙ্গত, দৈনিক ভাস্কর ভারতের অন্যতম শীর্ষ সংবাদমাধ্যম। গত এপ্রিল-মে মাসে ভারতে করোনার দ্বিতীয় ঢেউয়ে যে বিপর্যয় নেমে এসেছিল সেটি নিয়ে একের পর এক প্রতিবেদন প্রকাশ করে আলোড়ন তুলেছিল পত্রিকাটি।
করোনা মহামারিতে অক্সিজেন, হাসপাতালের শয্যা এবং টিকা নিয়ে ধারাবাহিক প্রতিবেদন করা হয়েছিল। এছাড়াও গঙ্গা নদীতে লাশ ভেসে আসা, উত্তর প্রদেশের নদীর পাড়গুলোতে কবরের সন্ধান এসব বিষয়ে সংবাদ প্রকাশ করা হয়।
দৈনিক ভাস্করের সম্পাদক ওম গৌরের একটি লেখা নিউ ইয়র্ক টাইমসে মাস খানিক আগে প্রকাশ পেয়েছিল। করোনা নিয়ে মোদি সরকারের ব্যর্থতাসহ নানান সমালোচনা পর্যালোচনা প্রতিবেদনে উঠে আসে।
দৈনিক ভাস্করের কার্যালয়ে আয়কর দপ্তরের অভিযান প্রসঙ্গে তৃণমূলের রাজ্যসভা সাংসদ ডেরেক ওব্রায়েন বলেন, ‘মোদী-শাহ যে ভয় পেয়েছেন, তার আরও একটি প্রমাণ। যে সব মিডিয়ার মেরুদণ্ড রয়েছে, তারা শক্ত থাকুন।’ সূত্র : আজকের পত্রিকা