সমবার, ২৫ নভেম্বর ২০২৪, সময় : ০৬:৫৬ am
নিজস্ব প্রতিবেদক, রাজশাহী :
সুষ্ঠ ট্রাফিক ব্যবস্থাপনায় ট্রাফিক জরিমানায় সহজীকরণের লক্ষ্যে রাজশাহী রেঞ্জে ই-ট্রাফিকিং ব্যবস্থা চালু করা হয়েছে। আজ সোমবার রাজশাহী রেঞ্জের পদ্মা কনফারেন্স হলে রেঞ্জের ৮টি জেলার পুলিশ সুপারদের সাথে ইউসিবিএল, গ্রামীনফোন এবং আইটিসিএল’র মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয়। চুক্তিতে ইউসিবিএল’র পক্ষে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও সাইদুল এইট খন্দকার, গ্রামীনফোনের পক্ষে হেড অব গর্ভমেন্ট বিজনেস নুরুল ফেরদৌস মুসান্না, আইটিসিএল’র পক্ষে ই-ট্রাফিক ইউনিট প্রধান মুসফিকুর রহমান ।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাজশাহী রেঞ্জে ডিআইজি আব্দুল বাতেন বিপিএম,
পিপিএম (বার)। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ পুলিশের আধুনিকায়নে ট্রাফিক ব্যবস্থার গুরুত্ব অপরিসীম। ট্রাফিক ব্যবস্থায় পুলিশি সেবা সহজিকরণের লক্ষ্যে যানবাহন মালিকরা যাতে সহজে তাৎক্ষণিক ঘটনাস্থলে জরিমানা পরিশোধ করতে পারে সেটি নিশ্চিত করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে রাজশাহী রেঞ্জ। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের অতিরিক্ত ডিআইজি ও রাজশাহী রেঞ্জের ৮টি জেলা পুলিশ সুপার এবং উদ্ধর্তন কর্মকর্তাবৃন্দ।